শ্রীনগর, 20 ফেব্রুয়ারি: হাড়হিম ঠান্ডাতেই তাঁদের কাজ ৷ প্রায় সারা বছর বরফে ঢাকা সীমান্তে অটল থেকে দেশকে সুরক্ষিত রেখে চলেছে বাহিনী ৷ কোভিডের থেকে তাঁদের সুরক্ষা দিতে এ বার তাঁদের কর্মস্থলেই পৌঁছে দেওয়া হল কোভিড 19-এর প্রিকশন ডোজ (COVID Vaccination in Indian Army) ৷ জম্মু ও কাশ্মীরের তুষারাবৃত এলাকায় কর্তব্যরত জওয়ানদের বুস্টার ডোজ পৌঁছে দিতে ড্রোনের সাহায্য নিল সেনাবাহিনী ৷ তবে সেই ড্রোনের নিচে নেমে আসার বা অবতরণের কোনও অনুমতি না থাকায়, আকাশ থেকেই ফেলা হল কোভিড টিকা ৷ সেই ডোজের যাতে কোনওরকম ক্ষতি না-হয়, সে জন্য ভালভাবে তার প্যাকিং করা হয়েছিল ৷ এই দৃশ্য ক্যামেরাবন্দি করে তা শেয়ার করেছে ভারতীয় বাহিনী ৷
অভিযানের নাম সঞ্জীবনী ৷ এই অভিযানে ড্রোনের মাধ্যমে প্রত্যন্ত এলাকায় পৌঁছে দেওয়া হয় মেডিক্যাল সাহায্য ৷ শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক জানিয়েছে, সক্রিয় কোভিড রোগীর সংখ্যা বর্তমানে 2,597 ৷ মোট সেরে উঠেছেন 4 লক্ষ 44 হাজার 646 জন ৷ দেশে এখনও পর্যন্ত 175.33 কোটি মানুষকে টিকার ডোজ দেওয়া হয়েছে ৷ শনিবার দিন সন্ধে 7টা পর্যন্ত 27 লাখেরও বেশি টিকার ডোজ দেওয়া হয় ৷