পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Indian Army Sniper Guns স্নাইপার রাইফেলের জন্য আরও বেশি সংখ্যায় নাইট সাইট চাইল সেনা

সীমান্ত রক্ষায় আরও অত্যাধুনিক নাইট সাইট দাবি করল ভারতীয় সেনা ৷ স্নাইপার রাইফেলে ব্যবহারের জন্য অত্যাধুনিক নাইট সাইটের দাবি করা হয়েছে (Indian Army seeks more night sights for its sniper guns)৷

Indian Army Seeks more night sights for its sniper guns
Indian Army Seeks more night sights for its sniper guns

By

Published : Aug 13, 2022, 5:03 PM IST

নয়াদিল্লি, 13 অগস্ট:সীমান্তে অনুপ্রবেশ রুখতে স্নাইপার রাইফেলের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ । কিন্তু, সেই সেনাবাহিনীর কাছে থাকা স্নাইপারের নাইট সাইটের পরিমাণ খুবই কম ৷ তাই সেনার তরফে আরও বেশি পরিমাণে নাইট সাইট অর্থাৎ, রাতের অন্ধকারে শত্রুপক্ষকে চিহ্নিত করার দূরবীক্ষণ যন্ত্র চাওয়া হয়েছে ৷

জঙ্গিরা ভারতীয় সীমান্ত অতিক্রম করার চেষ্টা করলে তাদের সায়েস্তা করতে স্নাইপারকে কাজে লাগায় সেনাবাহিনী ৷ কিন্তু, স্নাইপারে ব্যবহার হওয়া নাইট সাইট সংখ্যায় অনেক কম ৷ তাই প্রতিরক্ষা মন্ত্রকের কাছে আরও বেশি সংখ্যায় নাইট সাইটের আবেদন করা হয়েছে ৷ সেনার তরফে জঙ্গি অনুপ্রবেশের আশঙ্কায় স্নাইপারদের প্রশিক্ষণ চলছে ৷ কিন্তু, অনুপ্রবেশ রুখতে স্নাইপারগুলিতে উন্নতমানে নাইট সাইট দূরবীক্ষণ যন্ত্র যোগ করতে বলা হয়েছে (Indian Army seeks more night sights for its sniper guns) ৷ যা সীমান্তে সবচেয়ে বেশি প্রয়োজন বলে সেনার তরফে প্রতিরক্ষা মন্ত্রককে জানানো হয়েছে ৷

ভারতীয় সেনার অস্ত্র ভাণ্ডারকে আরও উন্নত করতে লাগাতার চেষ্টা করে যাচ্ছে প্রতিরক্ষা মন্ত্রক ৷ ইতিমধ্যে, বিপুল পরিমাণ অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ভারতীয় সেনা, বায়ুসেনা এবং নৌবাহিনীকে দেওয়া হয়েছে ৷ আর শুক্রবার নতুন করে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে 1 হাজার 121টি অত্যাধুনিক থার্মাল নাইট সাইট কেনার প্রস্তাব পেশ করা হয়েছে ৷

আরও পড়ুন:স্বাধীনতার 75 বছরে অজানা ভারতের খোঁজে কালিম্পংয়ের ত্রিবেণী

পাকিস্তানের লাইন অফ কন্ট্রোল এবং চিনের লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে সামীন্তরক্ষী বাহিনীর জন্য রাইফেলের নাইট সাইটের দৃশ্যমানতা বৃদ্ধি করা হচ্ছে ৷ এই মুহূর্তে ভারতীয় সেনার কাছে আধুনিক রাইফেল বলতে রয়েছে, রাশিয়ার তৈরি 7.62 এমএম এর ‘ড্রাগনভ স্নাইপার গান’ ৷ 2019 সালে মন্ত্রিসভায় 21 হাজার 500টি টিআইএনএস নাইট সাইটের এর বরাত দেওয়া হয়েছিল ৷

ABOUT THE AUTHOR

...view details