পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Indian Army Rescues Tourists: উত্তর সিকিমে ধস, সেনার তৎপরতায় উদ্ধার 70 পর্যটক

উত্তর সিকিমে (North Sikkim) ধসে (Landslide) আটকে পড়া প্রায় 70 জনের পর্যটকদলকে উদ্ধার করলেন ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা (Indian Army Rescues Tourists) ৷ এর জন্য সেনাকে কৃতজ্ঞতা জানিয়েছেন পর্যটকরা ৷

Indian Army Rescues Tourists from North Sikkim after Landslide
Indian Army Rescues Tourists: উত্তর সিকিমে ধস, সেনার তৎপরতায় উদ্ধার 70 পর্যটক

By

Published : Sep 1, 2022, 1:15 PM IST

শিলিগুড়ি, 1 সেপ্টেম্বর: ভারতীয় সেনাবাহিনীর (Indian Army) তৎপরতায় নিরাপদ আশ্রয়ে ফিরলেন দেশ-বিদেশের অন্তত 70 জন পর্যটক ৷ ধসে (Landslide) ক্ষতিগ্রস্ত সিকিমের (Sikkim) একটি অংশ থেকে তাঁদের উদ্ধার করলেন সেনাবাহিনীর সদস্যরা (Indian Army Rescues Tourists) ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উত্তর সিকিমের (North Sikkim) ইয়ুমথাঙে (Yumthang) বেড়াতে যাচ্ছিলেন প্রায় 70 জন পর্যটক ৷ তাঁরা মূলত দক্ষিণ ভারত এবং বাংলাদেশের বাসিন্দা ৷ কিন্তু, ধসের জেরে মাঝপথেই আটকে পড়েন তাঁরা ৷ সেই দলে আটজন মহিলা এবং দু'টি শিশুও ছিল ৷ বুধবার রাতে পুরো দলটিকেই উদ্ধার করেন ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা ৷ নিরাপত্তা স্বার্থে পর্যটকদলের সকলকেই লাচুঙে ফিরিয়ে আনা হয় ৷

আরও পড়ুন:সিকিমে ভয়াবহ ধস, ডালেপ-কাতারে জাতীয় সড়কে বন্ধ যানচলাচল

সংশ্লিষ্ট পর্যটন ব্যবসায়ীদের পক্ষ থেকে জানা গিয়েছে, বুধবার সকালে 70 জনের এই দলটি লাচুং থেকে ইয়ুমথাং রওনা দেয় ৷ কিন্তু, গন্তব্যে পৌঁছনোর আগেই ঘটে যায় বিপত্তি ৷ শুরু হয় প্রবল বৃষ্টি ৷ লাচুং থেকে ইয়ুমথাং যাওয়ার পথে পুমে বলে একটি প্রত্যন্ত পার্বত্য গ্রামীণ এলাকা রয়েছে ৷ সেখানেই আটকে পড়েন পর্যটকরা ৷ রাস্তায় ধস নামায় তাঁরা আর সেখান থেকে সামনের দিকে এগোতে পারেননি ৷ বিপদ বুঝে লাচুঙের পর্যটন ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করেন পর্যটকরা ৷ পর্যটন ব্যবসায়ীরা তাঁদের আশ্বস্ত করেন ৷ জানান, দ্রুত যাতে পর্যটকদের সেখান থেকে উদ্ধার করা যায়, তাঁরা সেই বন্দোবস্ত করছেন ৷ এরপর লাচুঙের ব্যবসায়ীরাই প্রথমে লাচুং থানা এবং পরে সেনাবাহিনীকে খবর পাঠান ৷

ঘটনার কথা জানার পর আর এক মুহূর্তও সময় নষ্ট করেননি সেনাবাহিনীর সদস্যরা ৷ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান তাঁরা ৷ দুর্যোগ, রাতের অন্ধকার উপেক্ষা করেই উদ্ধারকাজ চালিয়ে যান ৷ 70 জনের পর্যটকদলের সকলকেই উদ্ধার করা হয় ৷ তাঁরা সকলেই শারীরিকভাবে সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে ৷ প্রাথমিকভাবে তাঁদের লাচুঙে ফিরিয়ে আনা হয় ৷

তখনও চলছে উদ্ধারকাজ ৷

উল্লেখ্য়, গত কয়েক দিন ধরে টানা বৃষ্টির জেরে ধস নেমেছে সিকিমের বিভিন্ন অংশে ৷ ইতিমধ্যে সেইসব এলাকায় ধস সারনোর কাজও শুরু হয়েছে ৷ তবে, পুমের মতো প্রত্যন্ত এলাকায় এখনও সেটা সম্ভব হয়নি ৷ এই প্রেক্ষাপটে দুর্বিপাকে পড়া পর্যটকদের উদ্ধার করতে সেনাবাহিনী যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, তার জন্য বাহিনীর প্রত্যেক সদস্যকে ধন্যবাদ জানিয়েছেন পর্যটকরা ৷ এই প্রসঙ্গে 'হিমালয়ান হসপিট্যালিটি ট্রাভেল ডেভলপমেন্ট নেটওয়ার্ক'-এর সম্পাদক সম্রাট সান্যাল বলেন, "বাংলাদেশ ও দক্ষিণ ভারত থেকে আসা প্রায় 70 জনের একটি পর্যটকদল আটকে পড়েছিল ৷ তবে, সেনাবাহিনীর সদস্যরা প্রত্যেককেই উদ্ধার করে নিরাপদ স্থানে ফিরিয়ে এনেছেন ৷"

ABOUT THE AUTHOR

...view details