পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Army Jawans Killed in Poonch: পুঞ্চে নিহত জওয়ানদের নামের তালিকা প্রকাশ সেনাবাহিনীর

বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের পুঞ্চ সেক্টরে জওয়ানদের গাড়িতে আগুন লাগে ৷ সেনাদের অনুমান, ওই গাড়িতে জঙ্গিরা গ্রেনেড ছুড়েছিল ৷ তা থেকেই আগুন ধরে যায় ৷ 5 জওয়ানের মৃত্যু হয় ৷ তাঁদের নাম জানাল ভারতীয় সেনাবাহিনী ৷

Jawans killed in Poonch
মৃত জওয়ানদের নাম

By

Published : Apr 21, 2023, 10:26 AM IST

নয়াদিল্লি, 21 এপ্রিল: জঙ্গি হামলায় নিহত 5 সেনা জওয়ানের নাম প্রকাশ করল ভারতীয় সেনা ৷ শুক্রবার সকালে ভারতীয় সেনার টুইটারে তাঁদের ছবি-সহ নাম প্রকাশ করা হয় ৷ বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরে সেনাদের একটি ট্রাকে আগুন লাগার ঘটনা ঘটে ৷ এর পিছনে জঙ্গি কার্যকলাপ আছে বলে মনে করা হচ্ছে ৷ তাতে প্রাণ হারান 5 সেনা জওয়ান ৷

ভারতীয় সেনা টুইটারে লিখেছে, 20 এপ্রিল, 2023 তারিখে পুঞ্চ সেক্টরে মনদীপ সিং, দেবাশিস বাসওয়াল, কুলওয়ান্ত সিং, হরকৃষ্ণ সিং এবং সেওয়াক সিং তাঁদের জীবন দিয়ে কর্তব্য পালন করেছেন ৷ আমরা তাঁদের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাই ৷ হোয়াইট নাইট কর্পস তাঁদের আত্মত্যাগকে স্যালুট জানাচ্ছে ৷

এই নিহত সেনা জওয়ানরা সেনার রাষ্ট্রীয় রাইফেল ইউনিটের সঙ্গে যুক্ত ছিলেন ৷ তাঁরা ওই এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযান চালাচ্ছিলেন ৷ জম্মুর পুঞ্চে রাজৌরি সেক্টরে তাঁদের গাড়িতে আগুন ধরে যায় ৷ সেনাবাহিনী মনে করছে, জঙ্গিরা গাড়ি লক্ষ্য করে গ্রেনেড ছোড়া হয়েছে ৷ সেখান থেকেই সেনা জওয়ানের গাড়িতে আগুন লেগেছে ৷ এই ঘটনায় 5 জনের মৃত্যু হয় এবং অনেকেই জখম হয়েছেন ৷ ভারতীয় সেনাবাহিনী একটি বিবৃতিতে জানিয়েছে, সেই সময় ভারী বৃষ্টি হচ্ছিল এবং দৃশ্যমানতাও কমে এসেছিল ৷ তারই সুযোগ নেয় জঙ্গিরা ৷

শুক্রবার এক সেনা আধিকারিক জানান, এই ঘটনার পর নিরাপত্তাবাহিনী জঙ্গিদের ধরতে বাটা-ডোরিয়া এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে ৷ পুরো এলাকাটি ঘিরে ফেলা হয়েছে ৷ ড্রোন থেকে শুরু করে সেনার বিশেষ কুকুর দিয়ে আক্রমণকারীদের খোঁজ চালানো হচ্ছে ৷ আধিকারিকরা জানিয়েছেন, লাইন অফ কন্ট্রোলের ভারত-পাকিস্তান সীমান্তের দু'টি জেলা রাজৌরি এবং পুঞ্চে কড়া নজরদারি চলছে ৷ জানা গিয়েছে, এনআইএ-র একটি দল ঘটনাস্থল পরিদর্শনে যাবে ৷

এই ঘটনার পর ভীমবের গালি-পুঞ্চ রোড বন্ধ রাখা হয়েছে ৷ জনসাধারণকে মেনধার হয়ে পুঞ্চে যাওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে । জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা সাহসী সেনাজওয়ানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ৷ তিনি টুইট করেন, "দেশের জন্য তাঁদের মহান সেবা কখনও ভোলা যাবে না ৷ শোকাহত পরিবারের প্রতি আমার সমবেদনা রইল ৷"

আরও পড়ুন: কাশ্মীরে সেনাবাহিনীর ট্রাক জ্বালিয়ে দিল জঙ্গিরা, মৃত 5 জওয়ান

ABOUT THE AUTHOR

...view details