নয়াদিল্লি, 21 এপ্রিল: জঙ্গি হামলায় নিহত 5 সেনা জওয়ানের নাম প্রকাশ করল ভারতীয় সেনা ৷ শুক্রবার সকালে ভারতীয় সেনার টুইটারে তাঁদের ছবি-সহ নাম প্রকাশ করা হয় ৷ বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরে সেনাদের একটি ট্রাকে আগুন লাগার ঘটনা ঘটে ৷ এর পিছনে জঙ্গি কার্যকলাপ আছে বলে মনে করা হচ্ছে ৷ তাতে প্রাণ হারান 5 সেনা জওয়ান ৷
ভারতীয় সেনা টুইটারে লিখেছে, 20 এপ্রিল, 2023 তারিখে পুঞ্চ সেক্টরে মনদীপ সিং, দেবাশিস বাসওয়াল, কুলওয়ান্ত সিং, হরকৃষ্ণ সিং এবং সেওয়াক সিং তাঁদের জীবন দিয়ে কর্তব্য পালন করেছেন ৷ আমরা তাঁদের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাই ৷ হোয়াইট নাইট কর্পস তাঁদের আত্মত্যাগকে স্যালুট জানাচ্ছে ৷
এই নিহত সেনা জওয়ানরা সেনার রাষ্ট্রীয় রাইফেল ইউনিটের সঙ্গে যুক্ত ছিলেন ৷ তাঁরা ওই এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযান চালাচ্ছিলেন ৷ জম্মুর পুঞ্চে রাজৌরি সেক্টরে তাঁদের গাড়িতে আগুন ধরে যায় ৷ সেনাবাহিনী মনে করছে, জঙ্গিরা গাড়ি লক্ষ্য করে গ্রেনেড ছোড়া হয়েছে ৷ সেখান থেকেই সেনা জওয়ানের গাড়িতে আগুন লেগেছে ৷ এই ঘটনায় 5 জনের মৃত্যু হয় এবং অনেকেই জখম হয়েছেন ৷ ভারতীয় সেনাবাহিনী একটি বিবৃতিতে জানিয়েছে, সেই সময় ভারী বৃষ্টি হচ্ছিল এবং দৃশ্যমানতাও কমে এসেছিল ৷ তারই সুযোগ নেয় জঙ্গিরা ৷