নয়াদিল্লি, 20 জানুয়ারি : অরুণাচল প্রদেশ থেকে নিখোঁজ হয়ে যাওয়া যুবকের সন্ধানে এবার চিনের পিপলস লিবারেশন আর্মির সঙ্গে যোগাযোগ করল ভারতীয় সেনা (Indian Army reaches out to PLA to locate missing Arunachal youth) ৷ ওই যুবক প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে চিনের দিকে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছে বলে অভিযোগ ৷ বৃহস্পতিবার প্রতিরক্ষা মন্ত্রকের একটি সূত্র থেকে জানা গিয়েছে যে প্রোটোকল মেনে ওই যুবককে ফিরিয়ে দিতে হবে ৷
ওই সূত্র থেকে জানা গিয়েছে, নিখোঁজ হয়ে যাওয়া যুবকের নাম মিরাম টারোন (Arunachal youth Miram Taron missing from Tuesday) ৷ তিনি অরুণাচল প্রদেশের বাসিন্দা ৷ তিনি ভেষজ উদ্ভিদ সংগ্রহ করতে গিয়ে পথ হারিয়ে ফেলেন ৷ তার পর থেকে তাঁর আর খোঁজ মেলেনি ৷ এই খবর পাওয়ার সঙ্গেই চিনা ফৌজের (China's People's Liberation Army) সঙ্গে যোগাযোগ করা হয় ভারতীয় সেনার (Indian Army) তরফে ৷ পুরো প্রক্রিয়াই নিয়ম মেনে করেছে ভারতীয় সেনা ৷