পুঞ্চ, 22 ডিসেম্বর: নিরাপত্তা বাহিনী এবং জঙ্গিদের মধ্যে এনকাউন্টার চলছে ৷ এর আগে বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের পুঞ্চে সেনার গাড়িতে জঙ্গি হামলার ঘটনা ঘটে ৷ এই ঘটনায় কমপক্ষে 5 সেনা জওয়ানের মৃত্যু হয়েছে ৷ শুক্রবার সকালেও সেই এনকাউন্টার চলছে বলে সেনা সূত্রে জানা গিয়েছে ৷ সরকারি সূত্রে আরও জানা গিয়েছে, জঙ্গিরা দু'টি সেনা গাড়ি লক্ষ্য করে হামলা চালায় ৷ ওই দু'টি গাড়ি তখন এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছিল ৷ জঙ্গিদের কাছে প্রচুর অস্ত্র ছিল বলে খবর ৷
শুক্রবার রাতেই এলাকা ঘিরে ফেলা হয় ৷ এরপর জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয় ৷ বৃহস্পতিবার বিকেল 3.45 মিনিট নাগাদ ধাতিয়ার মোড়ে বাঁকে ঢেরা কি গলি এবং বুলফিয়াজের মধ্যের জায়গায় সেনার দু'টি গাড়িতে হামলা চালায় জঙ্গিরা ৷ এই ঘটনায় এখনও পর্যন্ত 5 জন জওয়ানের মৃত্যু হয়েছে ৷ এরপরই সেই জঙ্গিদের তল্লাশিতে এনকাউন্টার শুরু করল ভারতীয় বায়ু সেনা-সহ যৌথ নিরাপত্তাবাহিনীর দল ৷ মনে করা হচ্ছে, হামলা চালায় 3-4 জঙ্গি ৷ তারা পাহাড়ের উপরে লুকিয়ে ছিল ৷ গুলি চালানোর জন্য তারা এমন জায়গা বেছে নিয়েছিল যা বাইরে থেকে দেখা যায় না ৷