আউলি (উত্তরাখণ্ড), 29 নভেম্বর: আন্তর্জাতিক সীমান্ত (International Border) পেরিয়ে ভারতের আকাশসীমায় (Indian Territory) ড্রোন উড়ে আসার খবর পাওয়া যায় প্রায়ই ৷ এবার সেই ড্রোনগুলিকে (Drone) ধরবে ভারতীয় সেনাবাহিনীর ‘অর্জুন’ ৷ সম্প্রতি উত্তরাখণ্ডের আউলিতে ভারত (India) ও মার্কিন যুক্তরাষ্ট্রে (USA) যৌথ সেনা মহড়া ‘যুদ্ধ অভ্যাস’ হয় ৷ সেখানেই এই বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত এই চিলের কার্যক্ষমতা দেখানো হয় ৷
ওই মহড়ায় ভারতীয় সেনার (Indian Army) তরফে একটি কুকুর (Dog) ও একটি চিলের (Kite) মাধ্যমে লুকিয়ে রাখা ড্রোন খুঁজে বের করে তা নষ্ট করার পরিস্থিতি তৈরি করা হয় ৷ শব্দ সোনার পর কুকুরটি সেনা আধিকারিকদের বিষয়টি জানায় ৷ কিন্তু চিলটি কোথায় ড্রোন লোকানো আছে, সেই জায়গায় পৌঁছে যায় ৷
সেনার এক আধিকারিক জানিয়েছেন, এর আগে চিল বা কুকুর সেনা অভিযানের সময় ব্যবহার করা হয়েছে ৷ কিন্তু শত্রুপক্ষের ড্রোন ধরার জন্য এই প্রথম কোনও চিলকে এভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে ৷ পঞ্জাব ও জম্মু ও কাশ্মীরের সীমান্তবর্তী এলাকায় যে ড্রোনগুলি প্রায়ই উড়ে আসে এবার সেগুলিকে ধরতে অনেক সুবিধা হবে সেনাবাহিনীর ৷