পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Indian Army: শত্রুপক্ষের ড্রোন ধরবে ভারতীয় সেনার ‘অর্জুন’

গত শনিবার উত্তরাখণ্ডের আউলিতে ভারত (India) ও মার্কিন যুক্তরাষ্ট্রে (USA) যৌথ সেনা মহড়া ‘যুদ্ধ অভ্যাস’ হয়েছে ৷ সেখানে ভারতীয় সেনার (Indian Army) বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত চিল ’অর্জুন’ দেখিয়েছে ড্রোন ধরার কৌশল ৷

Indian Army kite Arjun trained on preying drones shown in action at India-US joint exercise
Indian Army: শত্রুপক্ষের ড্রোন ধরবে ভারতীয় সেনার ‘অর্জুন’

By

Published : Nov 29, 2022, 5:38 PM IST

Updated : Nov 29, 2022, 9:17 PM IST

আউলি (উত্তরাখণ্ড), 29 নভেম্বর: আন্তর্জাতিক সীমান্ত (International Border) পেরিয়ে ভারতের আকাশসীমায় (Indian Territory) ড্রোন উড়ে আসার খবর পাওয়া যায় প্রায়ই ৷ এবার সেই ড্রোনগুলিকে (Drone) ধরবে ভারতীয় সেনাবাহিনীর ‘অর্জুন’ ৷ সম্প্রতি উত্তরাখণ্ডের আউলিতে ভারত (India) ও মার্কিন যুক্তরাষ্ট্রে (USA) যৌথ সেনা মহড়া ‘যুদ্ধ অভ্যাস’ হয় ৷ সেখানেই এই বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত এই চিলের কার্যক্ষমতা দেখানো হয় ৷

ওই মহড়ায় ভারতীয় সেনার (Indian Army) তরফে একটি কুকুর (Dog) ও একটি চিলের (Kite) মাধ্যমে লুকিয়ে রাখা ড্রোন খুঁজে বের করে তা নষ্ট করার পরিস্থিতি তৈরি করা হয় ৷ শব্দ সোনার পর কুকুরটি সেনা আধিকারিকদের বিষয়টি জানায় ৷ কিন্তু চিলটি কোথায় ড্রোন লোকানো আছে, সেই জায়গায় পৌঁছে যায় ৷

সেনার এক আধিকারিক জানিয়েছেন, এর আগে চিল বা কুকুর সেনা অভিযানের সময় ব্যবহার করা হয়েছে ৷ কিন্তু শত্রুপক্ষের ড্রোন ধরার জন্য এই প্রথম কোনও চিলকে এভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে ৷ পঞ্জাব ও জম্মু ও কাশ্মীরের সীমান্তবর্তী এলাকায় যে ড্রোনগুলি প্রায়ই উড়ে আসে এবার সেগুলিকে ধরতে অনেক সুবিধা হবে সেনাবাহিনীর ৷

ভারতীয় সেনার ‘অর্জুন’

গোয়েন্দা সূত্রে খবর, বিভিন্ন কারণে ড্রোনের ব্যবহার করা হয় পাকিস্তানের দিক থেকে ৷ কখনও গোয়েন্দাগিরির জন্য পাঠানো হয় ৷ আবার কখনও অস্ত্র, বিস্ফোরক পাঠাতে ব্যবহার করা হয় ড্রোন ৷ এমনকী মাদক পাচারেও ব্যবহার করা হচ্ছে ৷ সেনাবাহিনীর আশা, সেই সব কাজ এবার একাই রুখে দেবে ’অর্জুন’ ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, গত শনিবার ভারত-মার্কিন যৌথ সেনা মহড়া শুরু হয়েছে ৷ চলবে 15দিন ধরে ৷ এটা ওই মহড়ার অষ্টাদশ সংস্করণ ৷

আরও পড়ুন:পঞ্জাবে পাকিস্তান সীমান্তে গুলি করে ড্রোন নামাল বিএসএফ

Last Updated : Nov 29, 2022, 9:17 PM IST

ABOUT THE AUTHOR

...view details