পুঞ্চ, 22 নভেম্বর: কয়েকদিন আগেই কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের মুখে শোনা গিয়েছিল পাক অধিকৃত কাশ্মীর দখলের কথা ৷ পাকিস্তানের অধীনে থাকা জম্মু-কাশ্মীরের অংশ ফেরানো নিয়ে সংসদেও প্রস্তাব পাশ হয়েছে আগে ৷ এবার এই বিষয়টি নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন এক সেনা কর্তা ৷ নর্দান আর্মির কমান্ডার লেফটানেন্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী দাবি করেছেন সেনা বাহিনী তৈরি আছে ৷ সরকার নির্দেশ দিলেই পাক অধিকৃত কাশ্মীর উদ্ধারে ঝাঁপাবেন জওয়ানরা (indian army is ready to taking back PoJK says Lieutenant General Upendera Dwivedi) ৷
মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে এই সেনা আধিকারিক আরও জানান, 300-এর উপরে জঙ্গি এই মুহূর্তে সক্রিয় রয়েছে জম্মু-কাশ্মীরে ৷ তাদের মধ্যে 82 জন বিদেশী, 53 জন স্থানীয় জঙ্গি ৷ বাকিদের পরিচয় জানা যায়নি (terrorists in Jammu and Kashmir)৷