পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Indian Army : সেনাবাহিনীতে আরও মজবুত স্ত্রী শক্তি, তিন বিভাগ থেকে প্রথমবার কর্নেল পাঁচ মহিলা - ভারতীয় সেনাবাহিনী

ভারতীয় সেনাবাহিনীতে আরও মজবুত হচ্ছে নারী শক্তি ৷ প্রথমবারের জন্য তিনটি বিভাগ থেকে কর্নেল পদে উন্নীত করা হচ্ছে পাঁচ মহিলা আধিকারিককে ৷ এঁরা হলেন সিগন্য়াল বিভাগের লেফটেন্যান্ট কর্নেল সঙ্গীতা সারদানা, ইলেকট্রনিক ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের লেফটেন্যান্ট কর্নেল সোনিয়া আনন্দ ও লেফটেন্যান্ট কর্নেল নভনীত ডুগ্গল এবং ইঞ্জিনিয়ারিং বিভাগের লেফটেন্যান্ট কর্নেল রীনু খান্না ও লেফটেন্যান্ট কর্নেল রিতচা সাগর ৷

Indian Army grants time scale Colonel rank to 5 women officers
Indian Army : সেনাবাহিনীতে আরও দৃঢ় স্ত্রী শক্তি, তিন বিভাগ থেকে প্রথমবার কর্নেল পাঁচ মহিলা

By

Published : Aug 23, 2021, 5:20 PM IST

নয়াদিল্লি, 23 অগস্ট : ভারতীয় সেনাবাহিনীতে পাঁচ মহিলা আধিকারিককে কর্নেল পদে উন্নীত করার প্রক্রিয়ায় ছাড়পত্র দিল সংশ্লিষ্ট সিলেকশন বোর্ড ৷ 26 বছরের কর্মজীবনের সমাপ্তি হিসাবে এই পদ দেওয়া হচ্ছে তাঁদের ৷ সোমবার প্রতিরক্ষা মন্ত্রকের তরফে একথা জানানো হয়েছে ৷ এই প্রথম ভারতীয় সেনাবাহিনীর সিগন্যাল, ইলেকট্রনিক ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ইঞ্জিনিয়ারিং বিভাগে কর্মরত মহিলা আধিকারিকদের এই পদোন্নতি দেওয়া হচ্ছে ৷ এতদিন যে মহিলা আধিকারিকরা সেনাবাহিনীর মেডিক্যাল অফিসার ও জাজ অ্য়াডভোকেট জেনারেল হিসাবে কাজ করতেন, কিংবা শিক্ষা বিভাগে কর্মরত থাকতেন, কেবলমাত্র তাঁদেরই কর্নেল পদে উন্নীত করা হত ৷

আরও পড়ুন :মহিলা সেনা আধিকারিকদের স্থায়ী কমিশনের সুযোগ দিতে কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের

এদিন এই প্রসঙ্গে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে একটি বিবৃতি জারি করা হয় ৷ তাতে বলা হয়েছে, যেভাবে বিভিন্ন বিভাগে মহিলাদের পদোন্নতির সুযোগ বাড়ছে, তার ফলে ভারতীয় সেনাবাহিনীতে মহিলাদের যোগ দেওয়ার ও উন্নতির সম্ভাবনার রাস্তা আরও প্রশস্ত হচ্ছে ৷ ইতিমধ্যেই ভারতীয় সেনাবাহিনীতে মহিলাদের স্থায়ী কমিশনে নিয়োগের দাবি স্বীকৃত হয়েছে ৷ এই ধরনের পদক্ষেপ বাহিনীর অন্দরের লিঙ্গবৈষম্য দূর করে তাকে আরও শক্তিশালী করে তুলবে বলেই আশাপ্রকাশ করা হয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে ৷

আরও পড়ুন :সেনাবাহিনীতে মহিলাদের স্থায়ী নিয়োগে শারীরিক সক্ষমতার মাপদণ্ডে বিরক্ত সুপ্রিম কোর্ট

যে পাঁচ মহিলা সেনা আধিকারিককে কর্নেল পদে উন্নীত করা হচ্ছে, তাঁরা হলেন, সিগন্য়াল বিভাগের লেফটেন্যান্ট কর্নেল সঙ্গীতা সারদানা, ইলেকট্রনিক ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের লেফটেন্যান্ট কর্নেল সোনিয়া আনন্দ ও লেফটেন্যান্ট কর্নেল নভনীত ডুগ্গল এবং ইঞ্জিনিয়ারিং বিভাগের লেফটেন্যান্ট কর্নেল রীনু খান্না ও লেফটেন্যান্ট কর্নেল রিতচা সাগর ৷

ABOUT THE AUTHOR

...view details