পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

উত্তরাখণ্ডে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে টানেলের কাছে 320 মিটার ট্র্যাক তৈরি সেনার - ভারতীয় সেনা

Uttarakhand Tunnel Collapse: উত্তরকাশী টানেলে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে হাত লাগাল সেনা ৷ টানেলের কাছে 320 মিটার ট্র্যাক তৈরি করলেন সেনা আধইকারিকরা ৷

Uttarakhand Tunnel Collapse
টানেলের কাছে 320 মিটার ট্র্যাক তৈরি সেনার

By ETV Bharat Bangla Team

Published : Nov 19, 2023, 3:17 PM IST

দেরাদুন, 19 নভেম্বর: যুদ্ধকালীন তৎপরতায় উত্তরকাশী টানেলে আটকে পড়া 40 জন শ্রমিককে উদ্ধার অভিযান অব্যাহত ৷ এবার উদ্ধার প্রক্রিয়ায় হাত লাগিয়েছে ভারতীয় সেনাও ৷ 320 মিটার ট্র্যাক নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছে তাদের ৷ যাতে উদ্ধারকারীরা দ্রুত পথ দিয়ে শ্রমিকদের কাছে পৌঁছতে পারে ।

মেজর নামান নরুলা বলেন, "ভারতীয় সেনাবাহিনীকে সিল্কইয়ারা টানেল উদ্ধার অভিযানে নামানো হয়েছে ৷ পাহাড়ের চূড়ায় একটি ট্র্যাক তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে । আমরা নির্মাণ কাজ শুরু করেছি এবং ট্র্যাকটির নির্মাণ কাজ শেষ হলেই ড্রিলিং শুরু করব । আমাদের নিজস্ব প্রায় 150 জন সেনা এই কাজে নিয়োজিত রয়েছে এবং প্রায় 320 মিটারের একটি ট্র্যাক তৈরি করতে হবে ৷ তারপর 80 থেকে 120 মিটার ড্রিল করা দরকার । আমরা যুদ্ধকালীন তৎপরতায় কাজ করব এবং আগামিকাল সকাল 9 টার মধ্যে ট্র্যাক নির্মাণের কাজ শেষ হবে । যেখানেই গাছ মাঝখানে আসবে আমরা সেগুলি কেটে ফেলব ৷"

তিনি জানান, খনন কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শ্রমিকদের খাবার এবং জল সরবরাহ করা সহজ হবে ৷ তারপরে টানেল থেকে উদ্ধার কাজ-শুরু করা হবে । অন্যদিকে উদ্ধার অভিযানে রাজ্য প্রশাসন সিল্কইয়ারার এক গাছ কাটার বিশেষজ্ঞকে কাজে লাগাতে চলেছে । আশিক হুসেন নামে একজন গাছ কাটা বিশেষজ্ঞকে বন বিভাগ সিল্কইয়ারা টানেলে ডেকেছে এবং শীঘ্রই গাছ কাটার কাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে । তাছাড়া প্রশাসনও টানেলের ওপরের অংশ থেকে ড্রিলিংয়ের মাধ্যমে শ্রমিকদের কাছে পৌঁছনোর চেষ্টা করছে ৷

উত্তরকাশীর ডিএফও ডিপি বালুনি বলেছেন, "আমরা আড়াআড়িভাবে শ্রমিকদের কাছে পৌঁছানোর চেষ্টা করছিলাম ৷ এখন আমরা উল্লম্বভাবেও সেখানে পৌঁছনোর চেষ্টা করব ৷ টানেলের ঠিক উপরে একটি জায়গা চিহ্নিত করা হয়েছে । সেখানে পৌঁছনোর জন্য ওখান থেকে একটি গর্ত ড্রিল করা হবে । গর্তটির গভীরতা প্রায় 300-350 ফুট হবে ৷"

আরও পড়ুন:

  1. উত্তরকাশীর টানেলে শ্রমিকদের 100 ঘণ্টা পার, সিল্কইয়ারায় আরেকটি ড্রিল মেশিন পৌঁছল বায়ু সেনা
  2. উত্তরকাশীর টানেলে আটকে পড়া শ্রমিকদের বাঁচাতে আরও 21 মিটার গভীরে উদ্ধারকারী দল

ABOUT THE AUTHOR

...view details