পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Army Helicopter Crashed: কিস্তওয়ারে ভেঙে পড়ল সেনার হেলিকপ্টার, জখম পাইলট-সহ 4 - Army Helicopter Crashed

জম্মু ও কাশ্মীরের কাছে কিস্তাওয়ারে সেনার হেলিকপ্টার ভেঙে পড়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটল বৃহস্পতিবার সকালে ৷ হতাহতের খবর এখনও পাওয়া যায়নি ৷ তবে মৃত্যুর আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না ৷

Army ALH Dhruv Helicopter
এএলএইচ ধ্রুব হেলিকপ্টার

By

Published : May 4, 2023, 12:07 PM IST

Updated : May 4, 2023, 12:58 PM IST

কিস্তওয়ার, 4 মে: ভেঙে পড়ল সেনার হেলিকপ্টার ৷ জম্মু ও কাশ্মীরের কিস্তওয়ারের কাছে এএলএইচ ধ্রুব হেলিকপ্টারটি ভেঙে পড়ে ৷ জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনায় কম্যান্ডিং অফিসার-সহ তিনজন সেনা আধিকারিক জখম হয়েছেন ৷ আহত হয়েছেন পাইলটও ৷ সেনা সূত্র অনুযায়ী তাঁরা সবাই নিরাপদে আছেন ৷ এখনও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি ৷ তবে মৃত্যুর আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না ৷

সেনা সূত্রে আরও জানা গিয়েছে, ওই হেলিকপ্টারটিতে তিনজন সওয়ার ছিলেন ৷ বৃহস্পতিবার সেটি জম্মু ও কাশ্মীরের কিস্তাওয়ার জেলায় জঙ্গলের কাছে ভেঙে পড়ে ৷ প্রতিরক্ষা মন্ত্রকের এক মুখপাত্র জানিয়েছেন, তল্লাশি অভিযান চলছে ৷ এর আগে জানুয়ারি মাসেই নেপালে একটি যাত্রীবাহী বিমান ভেঙে পড়ার ঘটনায় 44 জনের মৃত্যু হয় ৷

চলতি বছর জানুয়ারির শেষে রাজস্থানের ভরতপুরেও একটি মিগ বিমান ভেঙে পড়ে ৷ পাহাড়গড় জেলায় জঙ্গলের মধ্যে তার ধ্বংসস্তূপ পাওয়া যায় ৷ ওই এলাকায় ভেঙে পড়েছিল যুদ্ধবিমান সুখোই-30 ৷ সেবার মৃত্যু হয় মিরাজ 200 বিমানের পাইলটের ৷ এর আগে মার্চে ভারতীয় সেনাবাহিনীর চপার দুর্ঘটনা ঘটে ৷ অরুণাচলপ্রদেশে এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন দু'জন চালক ৷ 16 মার্চ সকাল 9টা 15 মিনিটে সেনাবাহিনীর চিতা হেলিকপ্টারটি রওনা দেয় ৷ কিন্তু কিছুদূর যাওয়ার পরে তার কোনও খোঁজ পাওয়া যায়নি ৷ পরে ওই ভেঙে পড়া ওই চিতা হেলিকপ্টারের সন্ধান মেলে ৷ স্থানীয়রাও পুলিশকে জানায় যে, তারা একটি হেলিকপ্টার ভেঙে পড়তে দেখেছে ৷ পরে পুলিশ দুর্ঘটনাস্থলে পৌঁছয় ৷

গত অক্টোবরে অরুণাচল প্রদেশে মিগিংয়েও হেলিকপ্টার দুর্ঘটনা ঘটে ৷ অত্যাধুনিক হালকা হেলিকপ্টারটি নিয়মিত উড়ছিল ৷ ওই হেলিকপ্টারটিতেও সেনা জওয়ানরা ছিলেন ৷ অরুণাচলের আপার সিয়াংয়ের তুতিং সদর দফতর থেকে দুর্ঘটনাস্থলের দূরত্ব মাত্র 25 কিলোমিটার ৷ তার আগে 5 অক্টোবর তাওয়াং জেলায় চিতা হেলিকপ্টার দুর্ঘটনায় এক পাইলটের মৃত্যু হয় ৷

আরও পড়ুন: মধ্যপ্রদেশে যুদ্ধবিমান দুর্ঘটনায় নিহত উইং কমান্ডার হনুমন্ত রাও সারথি

Last Updated : May 4, 2023, 12:58 PM IST

ABOUT THE AUTHOR

...view details