কুপওয়ারা, 15 জানুয়ারি:লাগাতার তুষারপাতে ঢাকা পড়েছে জম্মু ও কাশ্মীরের বিস্তীর্ণ পার্বত্য এলাকা ৷ তার মধ্য়েই এক গর্ভবতীকে উদ্ধার করলেন ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা ৷ ওই মহিলাকে উদ্ধার করতে কুপওয়ারা জেলার তাংধর এলাকায় সারারাত বিশেষ অভিযান চালানো হয় ৷ শেষ পর্যন্ত রবিবার ওই মহিলাকে এয়ারলিফট করা হয় (Indian Army Airlifts Pregnant Woman) ৷
পরবর্তীতে সেনাবাহিনীর পক্ষ থেকে এক আধিকারিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সন্তানসম্ভবা ওই মহিলাকে শনিবার সন্ধেয় স্থানীয় উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছিল ৷ কিন্তু, সেখানে ভর্তি হওয়ার পর তাঁর অবস্থার অবনতি হয় ৷ চিকিৎসকরা দ্রুত ওই মহিলাকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তরিত করার পরামর্শ দেন ৷ কিন্তু, লাগাতার তুষারপাতের জেরে বিপাকে পড়েন মহিলার পরিবারের সদস্যরা ৷ তার জেরেই মাঠে নামতে হয় সেনাবাহিনীকে ৷
আরও পড়ুন:লাগাতার তুষারপাতে ধেয়ে এল হিমবাহ ! দেখুন ভিডিয়ো
পরবর্তীতে এই অভিযান সম্পর্কে তথ্য দিতে সেনাবাহিনীর পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয় ৷ তাতে জানানো হয়েছে, ওই মহিলাকে এয়ারলিফট করানোর জন্য সেনাবাহিনীর জওয়ানরা একটি হেলিকপ্টারের বন্দোবস্ত করেন ৷ সাগরের ডেপুটি কমিশনারের নির্দেশে এই ব্যবস্থা করা হয় ৷
কিন্তু, হেলিকপ্টার অকুস্থলে পৌঁছলেও সমস্যা মেটেনি ৷ কারণ, সেখানে হেলিকপ্টার নামানোর মতো পরিস্থিতি ছিল না ৷ আবহাওয়া খারাপ থাকায় বিপাকে পড়েন হেলিকপ্টারের চালক ৷ তবে, শেষমেশ সফল হন তিনি ৷ অবশেষে রবিবার সকালে ওই মহিলাকে হেলিকপ্টারে উঠিয়ে কুপওয়ারার প্রধান শহরে নিয়ে আসা হয় ৷ তাঁকে ইতিমধ্য়েই সংশ্লিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ আপাতত সেখানেই চিকিৎসা চলছে ওই মহিলার ৷ তিনি যাতে শীঘ্রই সুস্থ হয়ে ওঠেন, তার জন্য সেনার তরফে শুভকামনা জানানো হয়েছে ৷
উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবারও একইভাবে এক গর্ভবতী মহিলাকে উদ্ধার করেছিলেন ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা ৷ তাঁকেও হেলিকপ্টারে করে এয়ারলিফট করা হয়েছিল ৷ হঠাৎ করে প্রসব বেদনা বাড়ায় ওই মহিলাকে এয়ারলিফট করতে হয়েছিল ৷