নয়াদিল্লি, 7 মার্চ :রহস্যজনক ভাবে মৃত্যু হল প্যালেস্তাইনে ভারতীয় প্রতিনিধি মুকুল আর্যর (Indian ambassador dies in Palestine)৷ রবিবার রামাল্লাহতে তাঁর অফিস প্রাঙ্গণ থেকেই মিলেছে তাঁর দেহ ৷ ভারত ও প্যালেস্তাইন কোনও পক্ষই 2008 ব্যাচের আইএফএস অফিসারের মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে কোনও তথ্য দিতে পারেনি ৷
বিদেশমন্ত্রী এস জয়শংকর টুইটে জানিয়েছেন, "রামাল্লাহতে ভারতীয় প্রতিনিধির প্রয়াণের খবরে শোকাহত ৷ তিনি (Indian ambassador found dead in Palestine) একজন উজ্জ্বল ও প্রতিভাবান অফিসার ছিলেন ৷"
বিদেশমন্ত্রকের কূটনীতিক মুকুল আর্য দিল্লির পাশাপাশি কাজ করেছেন প্যারিসে, ইউনেস্কোয় ভারতের স্থায়ী প্রতিনিধি হিসেবে ৷ তিনি কাবুল ও মস্কোতে ভারতীয় দূতাবাসেও প্রতিনিধি ছিলেন ৷ পড়াশোনা দিল্লিতেই ৷ 2008 সালে তিনি যোগ দেন ইন্ডিয়ান ফরেন সার্ভিসে ৷