ভরতপুর, 28 জানুয়ারি: এবছরের প্রথম মিগ বিমান দুর্ঘটনা ৷ শনিবার সকালে রাজস্থানের ভরতপুরে ভেঙে পড়ে ভারতীয় বায়ুসেনার মিগ বিমান ৷ খবর পেয়েই স্থানীয় পুলিশ প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে যায় ৷ পৌঁছেছেন বায়ুসেনার উচ্চাধিকারিকরাও ৷ জানা গিয়েছে, উত্তরপ্রদেশের আগরার বায়ুসেনা ঘাঁটি থেকে ওই বিমানটি যাত্রা শুরু করে (IAF MiG crash and debris fall in Bharatpur Rajasthan) ৷
ভরতপুরের কালেক্টর অলোক রঞ্জন অবশ্য জানিয়েছেন, চার্টার জেট ভেঙে পড়েছে ৷ প্রতিরক্ষা মন্ত্রক বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আইএএফ-এর জেট বিমানে দুর্ঘটনা ঘটেছে ৷ আপাতত বায়ুসেনা এই দুর্ঘটনার কারণ সন্ধান করছে ৷ ঘটনাচক্রে আজ রাজস্থানে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেখানে ভিলওয়ারায় মালশেরি ডুঙ্গরি মন্দিরে প্রার্থনা করেন তিনি ৷ আসিন্দ জেলায় ভগবান দেবনারায়ণের জন্মতিথি উৎসবে যোগ দিয়েছেন মোদি ৷
প্রতিরক্ষা মন্ত্রকের পিআরও কর্নেল অমিতাভ শর্মা জানিয়েছেন, তিনি এই দুর্ঘটনার খবর পেয়েছেন ৷ ঠিক কোন বিমানটি ভেঙে পড়েছে, তা দেখা হচ্ছে ৷ পাশাপাশি ঘটনার ক্ষয়ক্ষতি সম্পর্কেও এখনও কোনও তথ্য পাওয়া যায়নি । এদিকে আজ সকালে মধ্যপ্রদেশের মোরেনার পাহাড়গড়ের জঙ্গলেও মিরাজ যুদ্ধবিমান ভেঙে পড়েছে ৷