ত্রুটির জেরে জরুরি অবতরণ বায়ুসেনার হেলিকপ্টারের প্রয়াগরাজ, 14 অক্টোবর: প্রযুক্তিগত ত্রুটির কারণে হোলাগড় এলাকায় শনিবার জরুরি অবতরণ করে ভারতীয় বায়ুসেনার একটি হেলিকপ্টার। ওড়ার পরই আকস্মিক ত্রুটির কারণে পাইলটরা জরুরি অবস্থা এড়াতে অবতরণের সিদ্ধান্ত নেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে বিশাল পুলিশ বাহিনী। আলাদা করে নিরাপত্তা কর্ডনও তৈরি করা হয়। পরে টেকনিশিয়ানরা ঘটনাস্থলে পৌঁছে হেলিকপ্টারটির ত্রুটি সংশোধন করেন। এরপর আবার সেটি উড়ে যায় ৷ জানা গিয়েছে, প্রায় দুই ঘণ্টা হেলিকপ্টারটি এদিন মাঠেই দাঁড়িয়ে থাকে।
এদিন ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টারটি সেন্ট্রাল এয়ার কমান্ড সেন্টার সদর দফতর বামরাউলি থেকে ওড়ে ৷ একে অবশ্য রুটিন যাত্রা বলেই দাবি করছে বায়ুসেনা ৷ কিন্তু কিছুদূর যাওয়ার পরই বিএফটিএস হেলিকপ্টারে কিছু কারিগরি ত্রুটি দেখা দেয়। ফ্লাইট আরও চালিয়ে যাওয়ার ঝুঁকি না নিয়ে পাইলটরা হেলিকপ্টারটির জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। সেন্ট্রাল এয়ার কমান্ড সেন্টার হেডকোয়ার্টার কন্ট্রোল রুমে সেই তথ্যও জানানো হয়। পাইলটরা হোলাগড় এলাকায় একটি নিরাপদ স্থান খুঁজে পাওয়ার পর একটি মাঠে অবশেষে হেলিকপ্টারটিকে জরুরি অবতরণ করেন।
হেলিকপ্টার দেখে ভিড় জমিয়েছে গ্রামবাসী: শনিবার সকালে প্রযুক্তিগত ত্রুটির কারণে হোলাগড় পাওয়ার হাউসের কাছে বিমান বাহিনীর হেলিকপ্টারটি অবতরণ করা হয়। হেলিকপ্টারটি দেখতে ভিড় জমে যায়। ভিড় বাড়তে দেখে পুলিশ হেলিকপ্টারটিকে ঘিরে বৃত্ত তৈরি করে। মানুষ যেমন তথ্য পাচ্ছিল। ঘটনাস্থলে ভিড় বাড়তে থাকে। এর আগে ৮ অক্টোবর বিমান বাহিনী দিবসে বিমানবাহিনীর পক্ষ থেকে একটি এয়ার শো আয়োজন করা হয়। এটি দেখতে প্রয়াগরাজে ২৭ লাখেরও বেশি মানুষ জড়ো হয়েছিল। রাস্তায় হাঁটার জায়গাও ছিল না।
আরও পড়ুন: ইজরায়েল থেকে ভারতীয়দের ফেরাতে আরও দু’টি বিশেষ বিমানের ঘোষণা সরকারের
ভারতীয় বায়ুসেনার সেন্ট্রাল এয়ার কমান্ড সেন্টারের জনসংযোগ শাখার কমান্ডার সমীর গঙ্গাখেদকর জানান, একটি প্রযুক্তিগত সমস্যার কারণে হেলিকপ্টারটিকে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে একটি নিরাপদ স্থানে অবতরণ করা হয়েছিল। সদর দফতর থেকে কারিগরি বিশেষজ্ঞদের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রযুক্তিগত যে ত্রুটি ছিল তা ঠিক করে। এরপর আবার হেলিকপ্টারটি উড়ান শুরু করে। তবে প্রায় দুই ঘণ্টা হেলিকপ্টারটি এদিন মাঠেই দাঁড়িয়ে থাকে ৷ আর তা দেখতেই বিপুল সংখ্যক মানুষ মাঠে জড়ো হয়েছিল।