বায়ুসেনার হাতে এল এয়ারবাসের তৈরি প্রথম সামরিক বিমান নয়াদিল্লি, 13 সেপ্টেম্বর: ভারতীয় বায়ুসেনার হাতে এল এয়ারবাসের তৈরি প্রথম সামরিক পরিবহণ বিমান ৷ বুধবার বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরী মঙ্গলবার সি-295 সামরিক পরিবহণ বিমানটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে ৷ স্পেনের সেভিয়াতে এয়ারবাস ফেসিলিটিতে বায়ুসেনা প্রধান ভিআর চৌধুরীর হাতে সি-295 সামরিক পরিবহণ বিমানটি হস্তান্তর করে কর্তৃপক্ষ ৷
এয়ারবাস সি-295 সামরিক পরিবহণ বিমান হাতে পেয়ে বায়ুসেনা প্রধান জানান, ‘আত্মনির্ভর ভারতের পথে একটা বড় পদক্ষেপ ৷ তিনি বলেন, ‘‘এটা একটা বড় মাইলফলক ৷ তবে, তা শুধুমাত্র ভারতীয় বায়ুসেনার জন্য নয়, সমগ্র দেশের জন্য ৷ এটার দু’টো কারণ রয়েছে ৷ প্রথমত, ভারতীয় বায়ুসেনার ট্যাকটিক্যাল এয়ারলিফটের ক্ষমতা বাড়াতে সাহায্য করবে ৷ দেশের জন্য এটা এক নতুন যুগের সূচনা করবে ৷’’
ভারতীয় বায়ুসেনা মোট 16টি সি-295 সামরিক পরিবহণ বিমান সরাসরি স্পেনের সামরিক ও অসামরিক বিমান প্রস্তুতকারী সংস্থা এয়ারবাসের থেকে কিনবে ৷ এর পর আরও 40টি সি-295 সামরিক পরিবহণ বিমান ভারতীয় প্রযুক্তিতে গুজরাতের ভাদোদরায় টাটা এয়ারবাসের সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি করবে ৷ এদিন যে সামরিক বিমানটি বায়ুসেনা প্রধানের হাতে তুলে দেওয়া হয়েছে, সেটি চলতি মাসের আগামি সপ্তাহে হিন্দনে আনুষ্ঠানিকভাবে বায়ুসেনার কাজে যুক্ত করা হবে ৷
আরও পড়ুন:মিগ-21-র বদলে ভারতীয় প্রযুক্তির 'এলসিএ মার্ক-1এ' যুদ্ধবিমান কেনার সুপারিশ বায়ুসেনার
উল্লেখ্য, এই সামরিক পরিবহণ বিমানের চুক্তি হওয়ার সময় বর্তমান বায়ুসেনা প্রধান ডেপুটি হিসেবে নিযুক্ত ছিলেন ৷ সেই সময় তিনি নিজে চুক্তিতে সামিল ছিলেন ৷ 2021 সালের সেপ্টেম্বর মাসে ভারতের প্রতিরক্ষামন্ত্রক, এয়ারবাস ডিফেন্স অ্যান্ড স্পেস এবং স্পেন সরকারের মধ্যে এই চুক্তি সই হয় ৷ সেখানে মোট 56টি সি-295 সামরিক পরিবহণ বিমান কেনার চুক্তি হয়েছে ৷ যার মধ্যে 16টি সরাসরি স্পেন থেকে তৈরি হয়ে আসবে ৷ আর বাকি 40টি এয়ারবাসের সাহায্যে গুজরাতে তৈরি হবে ৷