নয়াদিল্লি, 28 অক্টোবর:বৃহস্পতিবার ভারতের 8 প্রাক্তন নৌসেনা অফিসারকে মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছে কাতারের আদালত ৷ তাঁদের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগ রয়েছে ৷ কাতারের আদালতের ওই রায়ের বিরুদ্ধে আপিল করা ছাড়াও বিভিন্ন বিকল্প পথের সন্ধানে রয়েছে ভারত ৷ শুক্রবার বেশি রাতের দিকে এমনটাই জানা গিয়েছে ৷ সমস্যার সমাধানের জন্য দিল্লি বিভিন্ন বিকল্প পথ খুঁজছে বলে খবর।
জানা গিয়েছে, কাতারের কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স মৃত্যুদণ্ডের রায় দিয়েছে। সেই রায়ের কপি এখনও হাতে পায়নি ভারত । আদালতের রায় নিয়ে কোনও মন্তব্যও করেনি কাতার । ওয়াকিবহল মহলের অনুমান, কাতারের আদালতের রায়টি পর্যালোচনা ও যাচাই করার পরে নয়াদিল্লি সম্ভবত ঠিক করবে, কোন বিকল্প পথে হাঁটা ভালো । ভারত কূটনৈতিক বা রাজনৈতিকভাবেও বিষয়টির সমাধান করার বিষয়ে এগতে পারে ।
এছাড়া কাতারের আমির বা রাষ্ট্রপ্রধানের কাছে বন্দিদের ক্ষমা চাওয়ার রীতি আছে। আমির ক্ষমা করে দিলে বন্দিরা সাজা থেকে মুক্ত হন। সেই আবেদন করা যায় কিনা সেটাও দেখছে দিল্লি ৷ এছাড়া দণ্ডিত বন্দিদের স্থানান্তরের বিষয়ে ভারত-কাতার চুক্তি ব্যবহার করার পথও খোলা রয়েছে ৷ 2015 সালে ভারত-কাতার চুক্তি হয় ৷ এই চুক্তিতে একে অপরের বন্দিদের নিজের দেশে নিয়ে এসে সাজা পূর্ণ করার বিধান রয়েছে। এক্ষেত্রে সেটিকেও বিকল্প হিসেব ভারছে মোদি সরকার।
আরও পড়ুন:কাতারকে নিয়ে নয়া কূটনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি ভারত