দিল্লি, 28 জানুয়ারি : সাধারণতন্ত্র দিবসে দিল্লিতে ট্রাক্টর ব়্যালিকে কেন্দ্র করে হিংসার ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিল কেন্দ্রীয় সরকার ৷ লালকেল্লায় যেভাবে জাতীয় পতাকার অপমান করা হয়েছে তা কিছুতেই মেনে নেবে না বলে তাদের তরফে বলা হয়েছে ৷ পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে বলে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাওড়েকর ৷
সাধারণতন্ত্র দিবসে কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত কৃষকদের ট্রাক্টর মিছিলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে দিল্লি ৷ বিক্ষোভকারীরা লালকেল্লায় ঢুকে পড়ে ৷ সেখানে ধর্মীয় পতাকা নিশান সাহিব লাগানো হয় ৷ ওড়ানো হয় কৃষক সংগঠনের পতাকাও ৷ বাধা দিলে কেল্লার ভিতরেই পুলিশের উপর চড়াও হয় বিক্ষোভকারীরা ৷ যদিও লালকেল্লায় প্রবেশ ও ধর্মীয় পতাকা ওড়ানো নিয়ে কৃষক নেতারা পঞ্জাবি অভিনেতা দীপ সিধুকে দায়ী করেছে ৷ তার বিরুদ্ধে কৃষক আন্দোলনকে কালিমালিপ্ত করার অভিযোগ এনেছেন অনেকে ৷
কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাওড়েকর বলেন, সাধারণতন্ত্র দিবসে রাজধানীতে এই হিংসার ঘটনার নিন্দা করার জন্য কোনও ভাষাই যথেষ্ট নয় ৷ তাঁর কথায়, দোষী যেই হোক না কেন, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে ৷ পাশাপাশি কংগ্রেসের দিকেও আঙুল তুলেছেন তিনি ৷ তাঁর মতে, রাহুল গান্ধির টুইট এই ঘটনায় প্ররোচনার কাজ করেছে ৷