জোহানেসবার্গ, 3 জানুয়ারি :রেনবো নেশনে প্রথম টেস্ট সিরিজ জয় থেকে মাত্র এক কদম দূরে টিম ইন্ডিয়া ৷ সেঞ্চুরিয়নে 113 রানে ঐতিহাসিক জয়ের পর সোমবার থেকে শুরু হতে চলা জো'বার্গ টেস্ট জিতলেই ফের ইতিহাস গড়বে টিম ইন্ডিয়া ৷ তবে সেই ইতিহাসের সন্ধিক্ষণে দুঃসংবাদ ভারতীয় শিবিরে ৷ পিঠের চোটের কারণে পয়া ওয়ান্ডারার্সে নেই ভারত অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli opted out himself from Johannesburg Test due to upper back injury) ৷ পরিবর্তে দ্বিতীয় টেস্টে দলের ব্যাটন সামলাচ্ছেন কান্নুর লোকেশ রাহুল ৷ টস জিতে ওয়ান্ডারার্সে প্রথমে ব্যাটিং'য়ের সিদ্ধান্ত নিলেন দেশের 34তম টেস্ট অধিনায়ক ৷
বিরাটের জায়গায় দলে সুযোগ পেয়েছেন হনুমা বিহারী ৷ টসের সময় রাহুল জানিয়েছেন, পিঠের চোটের কারণেই বাইরে বসতে হচ্ছে রান মেশিনকে ৷ প্রথম টেস্টের দুই ইনিংসেই চেনা ছন্দে দেখা যায়নি বিরাটকে ৷ প্রথম ইনিংসে 35 এবং দ্বিতীয় ইনিংসে 18 রানেই সাজঘরে ফিরেছিলেন তিনি ৷ ওয়ান্ডারার্সে বিরাটের না-থাকা ভারতীয় ব্যাটিংয়ের বড় ক্ষতি, এনিয়ে কোনও সন্দেহ নেই ৷