পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মেহুল চোক্সিকে ভারতে ফেরাতে চলবে সবরকম চেষ্টা, জানাল বিদেশমন্ত্রক - India government

মেহুল চোক্সি ও তাঁর ভাগ্নে নীরব মোদি পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সাড়ে 13 হাজার কোটি টাকার প্রতারণায় অভিযুক্ত ৷ তার পর দু’জনেই পালিয়ে যান ভারত ছেড়ে ৷

মেহুল চোক্সিকে ভারতে ফেরাতে চলবে সবরকম চেষ্টা, জানাল বিদেশমন্ত্রক
মেহুল চোক্সিকে ভারতে ফেরাতে চলবে সবরকম চেষ্টা, জানাল বিদেশমন্ত্রক

By

Published : Jun 3, 2021, 8:06 PM IST

নয়াদিল্লি, 3 জুন : পলাতক মেহুল চোক্সিকে ভারতে ফেরাতে সবরকম চেষ্টা করবে ভারত ৷ বৃহস্পতিবার বিদেশমন্ত্রকের তরফে এই কথা জানানো হয়েছে ৷

মেহুল এখন ডোমিনিকার হেফাজতে রয়েছেন ৷ সেখানে তাঁর বিচার প্রক্রিয়া চলছে ৷ কিন্তু সেখান থেকে তাঁকে ভারত ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারত ৷ এদিন নয়াদিল্লিতে এক সাংবাদিক বৈঠক করে একথা জানিয়েছেন বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি ৷

মেহুল চোক্সি ও তাঁর ভাগ্নে নীরব মোদি পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সাড়ে 13 হাজার কোটি টাকার প্রতারণায় অভিযুক্ত ৷ তার পর দু’জনেই পালিয়ে যান ভারত ছেড়ে ৷ 2018 সালে অ্যান্টিগা ও বারবুডার নাগরিকত্ব নেন চোক্সি ৷

আরও পড়ুন :আইসোলেশনে বিরক্ত, বউমাকে জড়িয়ে ধরে পজিটিভ শাশুড়ি বললেন "তোমারও করোনা হোক"

ভারত তাঁকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছিল ৷ এই নিয়ে চলছি আইনি লড়াই ৷ এর মধ্যে গত 23 মে নিখোঁজ হয়ে যান তিনি ৷ পরে ডোমনিকায় তাঁকে গ্রেফতার করা হয় ৷ সেখানে অবৈধভাবে প্রবেশের জন্য তাঁকে গ্রেফতার করা হয় ৷ আপাতত তিনি জেলে রয়েছেন ৷ অভিযোগ, ভারতে আসা থেকে বাঁচতেই তিনি পালিয়েছিলেন অ্যান্টিগা থেকে ৷

ABOUT THE AUTHOR

...view details