কচ্ছ (গুজরাত), 29 অগস্ট: আজ বেশকিছু ঘাটতি বা ত্রুটি থাকলেও 2047 সালের মধ্যে উন্নত দেশ হয়ে উঠবে ভারত (India will be developed nation by 2047)৷ আশাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ গুজরাতে একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনে গিয়ে দেশের উন্নয়নের সফরকে তুলে ধরে এমনই দাবি করলেন নমো (PM Modi on Developed India 2047)৷
ভুজে প্রায় 4,400 কোটি টাকার প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi hopeful of Developed India by 2047)৷ তার আগে সেখানেই স্মৃতি ভান মেমোরিয়ালেরও উদ্বোধন করেন তিনি ৷ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, "আমি লাল কেল্লা থেকে বলেছিলাম যে, ভারত 2047 সালের মধ্যে একটি উন্নত দেশ হবে ৷ আপনারা দেখতে পেয়েছেন যে মৃত্যু এবং বিপর্যয়ের মধ্যেও আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা আজ তার ফল পাচ্ছি । একইভাবে, আমরা আজ যা সংকল্প করেছি, অবশ্যই 2047 সালে তার ফল পাব ৷"
তিনি আরও বলেন, ভুজের স্মৃতি ভান মেমোরিয়াল এবং আনজারের বীর বল স্মারক কচ্ছ, গুজরাত ও গোটা দেশের বেদনার প্রতীক । আনজর স্মৃতিসৌধের ধারণাটি মাথার আসার পর সম্পূর্ণ স্বেচ্ছাসেবী কাজ অর্থাৎ 'কর সেবা'-র মাধ্যমে স্মৃতিসৌধটি সম্পূর্ণ করার জন্য প্রস্তাব নেওয়া হয়েছিল, তাও স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রী (PM Modi)।