পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Asia Cup 2022: রবিবার এশিয়া কাপে ফের মুখোমুখি ভারত-পাকিস্তান - Pakistan beats Hong kong in Asia Cup Match

শুক্রবার এশিয়া কাপের ম্যাচে হংকংকে 155 রানের বিরাট ব্যবধানে হারিয়েছে পাকিস্তান (Pakistan beats Hong kong in Asia Cup Match) ফলে সুপার ফোরে উঠল পাকিস্তান (Asia Cup 2022) ৷ সেই সঙ্গে সুপার ফোরে ফের ভারতের সামনে পাকিস্তান ৷

Asia Cup
ETV Bharat

By

Published : Sep 2, 2022, 11:04 PM IST

কলকাতা, 2 সেপ্টেম্বর: হংকংকে 155 রানের বিরাট ব্যবধানে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে উঠল পাকিস্তান (Pakistan beats Hong kong in Asia Cup Match )৷ ফলে ফের এই প্রতিযোগিতায় মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান (India vs Pakistan in Asia Cup) ৷ রবিবার সুপার ফোরের ম্যাচে মুখোমুখি হবে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল ৷ গত রবিবার এই এশিয়া কাপের ম্যাচেই পাকিস্তানকে হারিয়েছিল টিম ইন্ডিয়া ৷

আরও পড়ুন: চোটের জেরে এশিয়া কাপের বাইরে জাদেজা, দলে এলেন অক্ষর

এদিনের ম্যাচে টসে জিতে পাকিস্তানকে প্রথমে ব্যাট করতে পাঠায় হংকং ৷ 2 উইকেট হারিয়ে 193 রান তোলে পাকিস্তান ৷ জবাবে ব্যাট করতে নেমে 10 ওভার 4 বলে মাত্র 38 রানেই শেষ হয়ে যায় হংকংয়ের ইনিংস ৷ টি-টোয়েন্টি ফরম্যাটে যে এশিয়া কাপ হচ্ছে সেখানে এটাই কোনও দলের সর্বনিম্ন রান (Asia Cup 2022) ৷

সুপার ফোরে ভারতের পরের ম্যাচগুলি হল মঙ্গলবার ও বৃহস্পতিবার যথাক্রমে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিরুদ্ধে ৷ রোহিত অ্যান্ড কোং সুপার ফোরের তিনটি ম্যাচই খেলবে দুবাইয়ে ৷

ABOUT THE AUTHOR

...view details