পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

IND VS ENG : ওভালের বাইশ গজের চরিত্রে দাঁড়িয়ে অশ্বিনের ভাগ্য

টেস্টে 413 উইকেটের মালিক অশ্বিন যে বিশ্বসেরা, তা ভারতীয় দলের অন্দরমহলে কান পাতলেই শোনা যায় । তবুও তাঁকে একাদশে রাখার ক্ষেত্রে গড়িমসি, কারণ প্রতিপক্ষ শিবিরের কূটনৈতিক চাল ।

IND VS ENG
IND VS ENG

By

Published : Sep 2, 2021, 7:15 AM IST

কলকাতা, 2 সেপ্টেম্বর : ওভালে বাইশগজের চরিত্র শেষ পর্যন্ত দেখে রবিচন্দ্রন অশ্বিনকে প্রথম একাদশে রাখার ব্যাপারে সিদ্ধান্ত নিতে চায় ভারত । আজ ভারতীয় সময় বিকেল সাড়ে তিনটেয় শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ডের পঞ্চম টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচ । ইতিমধ্যে দুই দল একটি করে টেস্ট জেতায় সিরিজের ফলাফল 1-1 । এই অবস্থায় ওভালে সিরিজের ভাগ্যরেখার একটা ছবি কিছুটা হলেও সামনে আসবে । কারণ ওভালের পাঁচদিনের ফলাফল দুই দলের একটিকে এগিয়ে দেবে । এখনও পর্যন্ত চলতি সিরিজের প্রথমটি বৃষ্টির কোপে পড়ায় তা অমিমাংসিতভাবে শেষ হয়েছে । লর্ডস এবং হেডিংলেতে ফলাফল হয়েছে । তাই ধরে নেওয়া যায় ওভালেও আকর্ষণীয় টেস্ট ম্যাচ অপেক্ষা করছে ।


পরিসংখ্যান বলছে ওভালে দুই দেশের বাইশ গজের দ্বৈরথ সংখ্যা 13 । যেখানে ভারতীয় দল শেষবার জয় পেয়েছিল অর্ধশতাব্দী আগে । অজিত ওয়াদেকড়ের নেতৃত্বে 1971 সালে ভারত এই ওভালে স্মরণীয় জয় তুলে নিয়েছিল । বাকি বারোটি ম্যাচে ভারত পাঁচবার পরাজিত এবং সাতবার দুইদলের ম্যাচ অমিমাংসিতভাবে শেষ হয়েছে ।

ওভাল মানেই ভারতীয় ক্রিকেটপ্রেমীদের কাছে সুনীল গাভাস্কারের মহাকাব্যিক 221 । পরবর্তী সময়ে রাহুল দ্রাবিড়ের 217-এর সুখস্মৃতি । এই মাঠে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি দুটো সেঞ্চুরির কৃতিত্ব দ্রাবিড়ের দখলে । ভারতীয় বোলারদের মধ্যে কপিলদেবের দশ উইকেট নেওয়ার কৃতিত্বও এই ওভালে । তবে মনের মনিকোঠায় ভারতীয় ক্রিকেটপ্রেমীরা লালন করে 1971 সালের 'চন্দ্রোদয়'কে । 38 রানে ছয় উইকেট নিয়ে ওয়াদেকড়ের ভারতের চার উইকেটে টেস্ট জয়ের রাস্তা তৈরি করেছিলেন ভাগবত চন্দ্রশেখর ।

আরও পড়ুন :Ind vs Eng : শতরানের দোরগোড়ায় পূজারা, লিডসে ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টায় ভারত

1979 সালে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে পারত বেঙ্কটরাঘবনের ভারত । সেবার সানি গাভাস্কারের 221-এ ভর দিয়ে ভারত থেমেছিল আট উইকেটে 429 রানে । জয় থেকে নয় রানে থামার কষ্ট আজও সজীব সেই ম্যাচের প্রাক্তনীদের ।


ওভাল মানেই রানের মখমল, সঙ্গে স্পিনারদের গুরুত্বপূর্ণ ভূমিকা । সেই কথা মাথায় রাখলে রবিচন্দ্রন অশ্বিনকে ঠাণ্ডা ঘর থেকে বের করে প্রথম একাদশে এখনই লিখে ফেলত ভারতীয় থিঙ্কট্যাঙ্ক । পঞ্চাশ বছর আগে স্পিনারের ঘাড়ে ভর দিয়ে ইতিহাস গড়েছিল ভারত ৷ আর এখন সেই স্পিন এবং স্পিনারে ভরসা করতে দ্বিধায় ভুগছে দল । টেস্টে 413 উইকেটের মালিক অশ্বিন যে বিশ্বসেরা, তা ভারতীয় দলের অন্দরমহলে কান পাতলেই শোনা যায় । তবুও তাকে একাদশে রাখার ক্ষেত্রে গড়িমসি, কারণ প্রতিপক্ষ শিবিরের কূটনৈতিক চাল ।

সাংবাদিক সম্মেলনে এসে কোচ রবি শাস্ত্রীর বিভাগীয় ডেপুটি ভরত অরুন বলেছেন, বৃহস্পতিবার ওভালের বাইশ গজের চরিত্র শেষবার দেখার পরে অশ্বিনকে খেলানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে । ভারতীয় দলের নেটে অশ্বিনকে নিয়ে বাড়তি তৎপরতা দেখা গিয়েছে । আসলে এই সিরিজে বাইশ গজের চরিত্রে ইংল্যান্ড কিছু পরিবর্তন করছে । হেডিংলেতে যেভাবে পিচের প্রাণবন্ত ভাব কমিয়ে যশপ্রীত বুমরা, মহম্মদ শামি ও সিরাজদের দাঁত নখ ভোঁতা করা হল তা দেখে রবি শাস্ত্রী ও বিরাট কোহলিরা চমকে গিয়েছেন ।

আরও পড়ুন :Ind vs Eng : 354 রানের বড় লিড নিয়ে প্রথম ইনিংস শেষ করল ইংল্যান্ড

ওভালে চতুর্থ এবং পঞ্চম দিন অফস্পিনারের মৃগয়াভূমি হওয়ার ইতিহাস রয়েছে । কিন্তু অতিথিদের পাত পেড়ে দেবেন রুট, এটা ভাবতে পারছেন না শাস্ত্রী-কোহলি জুটি । তাই অপেক্ষার রাস্তায় হেঁটে সিদ্ধান্ত নিতে চাইছেন তাঁরা ।

হেডিংলেতে ভারতীয় ব্যাটসম্যানদের হুড়মুড়িয়ে ভেঙে পড়তে দেখে ইতিমধ্যেই একজন বাড়তি ব্যাটসম্যান খেলানোর ব্যাপারে রায় দিয়েছেন প্রাক্তনীরা ।সেক্ষেত্রে হনুমা বিহারী বা মায়াঙ্ক আগরওয়ালকে একাদশে নিয়ে এসে ছয় ব্যাটসম্যান খেলানোর কথা তাঁরা বলছেন । কিন্তু বিরাট কোহলি স্বয়ং ছয় ব্যাটসম্যানের বিপক্ষে । তিনি পাঁচ বোলারে ভরসা করেন । সেক্ষেত্রে ইশান্ত শর্মাকে বাদ দিয়ে তিন পেসার এবং অশ্বিন ও জাদেজাকে খেলানোর কথা ভাবা যেতে পারে ।

কোহলি বড় রান পাচ্ছেন না ৷ রাহানে নিষ্প্রভ ৷ ঋষভ পন্থ হাতড়ে বেড়াচ্ছেন তার স্কোরিং ব্যাট । এই অবস্থায় ভারত অধিনায়ককে শান্ত রাখার বার্তা দিয়েছেন জো রুট । কারণ তিনি জানেন প্রথম তিন টেস্টে রান না পেলেও ভারত অধিনায়ক ছন্দে ফিরলে বিপদ আছড়ে পড়বে । তাই বাকি দুটো টেস্টে কোহলির পিঠ দ্রুত দেখতে চায় ইংল্যান্ড ।

অন্যদিকে, ভরত অরুন বলছেন তারাও প্রথম তিনটে টেস্টে জো রুটকে দ্রুত রান করার সুযোগ দিয়েছেন । এবার তা শুধরে নেওয়ার সময় । ইতিমধ্যে তিন টেস্টে তিন সেঞ্চুরি-সহ পাঁচশো সাত রান করে ফেলেছেন রুট । ওভালে থামাতে না পারলে বিপদ ফের ঘাড়ে চাপবে বুঝতে পেরে জো রুট নিয়ে লাল সতর্কতা ভারতীয় সাজঘরে ।

তাই বলতেই হয় অশ্বিনকে খেলানোর ব্যাপারে চর্চার মাঝে ওভালে বাইশ গজের চরিত্র, রুটকে থামানোর টোটকা এবং কোহলির রানে ফেরা নিয়ে 'কাল্টিভেশন' অব্যাহত ।

আরও পড়ুন :India Vs England Test : রুটের সেঞ্চুরি, চালকের আসনে ইংল্যান্ড

ABOUT THE AUTHOR

...view details