কলকাতা, 2 সেপ্টেম্বর : ওভালে বাইশগজের চরিত্র শেষ পর্যন্ত দেখে রবিচন্দ্রন অশ্বিনকে প্রথম একাদশে রাখার ব্যাপারে সিদ্ধান্ত নিতে চায় ভারত । আজ ভারতীয় সময় বিকেল সাড়ে তিনটেয় শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ডের পঞ্চম টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচ । ইতিমধ্যে দুই দল একটি করে টেস্ট জেতায় সিরিজের ফলাফল 1-1 । এই অবস্থায় ওভালে সিরিজের ভাগ্যরেখার একটা ছবি কিছুটা হলেও সামনে আসবে । কারণ ওভালের পাঁচদিনের ফলাফল দুই দলের একটিকে এগিয়ে দেবে । এখনও পর্যন্ত চলতি সিরিজের প্রথমটি বৃষ্টির কোপে পড়ায় তা অমিমাংসিতভাবে শেষ হয়েছে । লর্ডস এবং হেডিংলেতে ফলাফল হয়েছে । তাই ধরে নেওয়া যায় ওভালেও আকর্ষণীয় টেস্ট ম্যাচ অপেক্ষা করছে ।
পরিসংখ্যান বলছে ওভালে দুই দেশের বাইশ গজের দ্বৈরথ সংখ্যা 13 । যেখানে ভারতীয় দল শেষবার জয় পেয়েছিল অর্ধশতাব্দী আগে । অজিত ওয়াদেকড়ের নেতৃত্বে 1971 সালে ভারত এই ওভালে স্মরণীয় জয় তুলে নিয়েছিল । বাকি বারোটি ম্যাচে ভারত পাঁচবার পরাজিত এবং সাতবার দুইদলের ম্যাচ অমিমাংসিতভাবে শেষ হয়েছে ।
ওভাল মানেই ভারতীয় ক্রিকেটপ্রেমীদের কাছে সুনীল গাভাস্কারের মহাকাব্যিক 221 । পরবর্তী সময়ে রাহুল দ্রাবিড়ের 217-এর সুখস্মৃতি । এই মাঠে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি দুটো সেঞ্চুরির কৃতিত্ব দ্রাবিড়ের দখলে । ভারতীয় বোলারদের মধ্যে কপিলদেবের দশ উইকেট নেওয়ার কৃতিত্বও এই ওভালে । তবে মনের মনিকোঠায় ভারতীয় ক্রিকেটপ্রেমীরা লালন করে 1971 সালের 'চন্দ্রোদয়'কে । 38 রানে ছয় উইকেট নিয়ে ওয়াদেকড়ের ভারতের চার উইকেটে টেস্ট জয়ের রাস্তা তৈরি করেছিলেন ভাগবত চন্দ্রশেখর ।
আরও পড়ুন :Ind vs Eng : শতরানের দোরগোড়ায় পূজারা, লিডসে ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টায় ভারত
1979 সালে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে পারত বেঙ্কটরাঘবনের ভারত । সেবার সানি গাভাস্কারের 221-এ ভর দিয়ে ভারত থেমেছিল আট উইকেটে 429 রানে । জয় থেকে নয় রানে থামার কষ্ট আজও সজীব সেই ম্যাচের প্রাক্তনীদের ।
ওভাল মানেই রানের মখমল, সঙ্গে স্পিনারদের গুরুত্বপূর্ণ ভূমিকা । সেই কথা মাথায় রাখলে রবিচন্দ্রন অশ্বিনকে ঠাণ্ডা ঘর থেকে বের করে প্রথম একাদশে এখনই লিখে ফেলত ভারতীয় থিঙ্কট্যাঙ্ক । পঞ্চাশ বছর আগে স্পিনারের ঘাড়ে ভর দিয়ে ইতিহাস গড়েছিল ভারত ৷ আর এখন সেই স্পিন এবং স্পিনারে ভরসা করতে দ্বিধায় ভুগছে দল । টেস্টে 413 উইকেটের মালিক অশ্বিন যে বিশ্বসেরা, তা ভারতীয় দলের অন্দরমহলে কান পাতলেই শোনা যায় । তবুও তাকে একাদশে রাখার ক্ষেত্রে গড়িমসি, কারণ প্রতিপক্ষ শিবিরের কূটনৈতিক চাল ।
সাংবাদিক সম্মেলনে এসে কোচ রবি শাস্ত্রীর বিভাগীয় ডেপুটি ভরত অরুন বলেছেন, বৃহস্পতিবার ওভালের বাইশ গজের চরিত্র শেষবার দেখার পরে অশ্বিনকে খেলানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে । ভারতীয় দলের নেটে অশ্বিনকে নিয়ে বাড়তি তৎপরতা দেখা গিয়েছে । আসলে এই সিরিজে বাইশ গজের চরিত্রে ইংল্যান্ড কিছু পরিবর্তন করছে । হেডিংলেতে যেভাবে পিচের প্রাণবন্ত ভাব কমিয়ে যশপ্রীত বুমরা, মহম্মদ শামি ও সিরাজদের দাঁত নখ ভোঁতা করা হল তা দেখে রবি শাস্ত্রী ও বিরাট কোহলিরা চমকে গিয়েছেন ।