পশ্চিমবঙ্গ

west bengal

India-UK Trade: 2030 সালের মধ্যেই দ্বিগুন হতে পারে ভারত-ব্রিটেন দ্বিপাক্ষিক বাণিজ্য

2030 সালের মধ্য়ে ভারত ও ব্রিটেনের মধ্যে বাণিজ্য (India UK Trade) বেড়ে দ্বিগুন হতে পারে ৷ ভারতে এসে একথা বললেন কেরালা ও কর্ণাটকের বিশেষ দায়িত্বপ্রাপ্ত ডেপুটি ব্রিটিশ হাই কমিশনার চন্দ্রু আইয়ার (Chandru Iyer) ৷

By

Published : Mar 25, 2023, 5:41 PM IST

Published : Mar 25, 2023, 5:41 PM IST

India UK Trade has the potential to expand in double by 2030
প্রতীকী ছবি

কোচি, 25 মার্চ:ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাব সত্ত্বেও ভারত ও ব্রিটেনের দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক (India UK Trade) ক্রমশ আরও দৃঢ় হচ্ছে ৷ দুই দেশের মাটিতেই এই দুই বন্ধু রাষ্ট্র যৌথভাবে একাধিক সফল বিনিয়োগ করছে ৷ যা আগামী দিনে আরও বাড়বে ৷ একথা বললেন কেরালা ও কর্ণাটকের বিশেষ দায়িত্বপ্রাপ্ত ডেপুটি ব্রিটিশ হাই কমিশনার চন্দ্রু আইয়ার (Chandru Iyer) ৷ ব্রিটেনের দক্ষিণ এশিয়ার ডেপুটি ট্রেড কমিশনারও তিনিই ৷ শুক্রবার সংবাদসংস্থা পিটিআইকে একটি সাক্ষাৎকার দেন চন্দ্রু ৷ সেখানে ভারত ও ব্রিটেনের মধ্য়ে হওয়া দ্বিপাক্ষিক বাণিজ্য এবং বিনিয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি ৷ জানান, 2030 সালের মধ্যেই এই দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য বেড়ে দ্বিগুন হয়ে যেতে পারে ৷ সেই সম্ভাবনা রয়েছে ষোলোয়ানা ৷

গত কয়েকদিন অত্যন্ত ব্যস্ত ছিলেন চন্দ্রু ৷ কেরালা সরকারের বিভিন্ন প্রতিনিধির সঙ্গে তাঁর বৈঠক ছিল ৷ মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গেও বৈঠক করেন তিনি ৷ এছাড়া, কোচিতে এসে থেমেছিল ব্রিটিশ রয়্যাল নেভির যুদ্ধজাহাজ এইচএমএস ল্য়ানকাস্টার ৷ সেই জাহাজের সদস্যদের সঙ্গেও দেখা করার কথা ছিল চন্দ্রুর ৷

ডেপুটি ব্রিটিশ হাই কমিশনারের মতে, যুদ্ধ এমন একটি অনভিপ্রেত ঘটনা, যা বিশ্বের সমস্ত দেশকে নানাভাবে প্রভাবিত করে ৷ তবু এই প্রতিকূল পরিস্থিতিতে কিছু মানুষ নিজের উদ্যোগ নিয়ে এগিয়ে চলেছেন, স্থিতিস্থাপক থাকার চেষ্টা করেছেন ৷ এই প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন চন্দ্রু ৷

ভারত ও ব্রিটেনের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কে তিনি বলেন, "গত বছরের শেষ তিনমাসে ভারত ও ব্রিটেনের মধ্যে যে বাণিজ্য হয়েছিল, আপনারা যদি সেই প্রবাহের দিকে একবার নজর ঘোরান, তাহলে দেখবেন পরিমাণটা ছিল 3,400 কোটি পাউন্ড ! তার আগের বছর এই পরিমাণটাই ছিল 1,900 কোটি পাউন্ড ৷ এর থেকেই স্পষ্ট যে বাণিজ্যের পথে আমরা অনেকটা এগিয়ে গিয়েছি ৷"

কেরালার মুখ্যমন্ত্রী ব্রিটেনের এই প্রতিনিধিকে জানিয়েছেন, তাঁর সরকার শিক্ষাক্ষেত্রে বিনিয়োগ ও একসঙ্গে কাজ করতে আগ্রহী ৷ এই বৈঠকের পরই তিরুবনন্তপুরমে স্থানীয় উদ্য়োগপতিদের সঙ্গে দেখা করেন চন্দ্রু ৷ কোচিতেও বাণিজ্য সংক্রান্ত বেশ কয়েকটি বৈঠক করেন তিনি ৷

আরও পড়ুন:ভারতীয় হাই কমিশনে হামলা 'গ্রহণযোগ্য নয়', মন্তব্য ব্রিটিশ বিদেশ সচিবের

চন্দ্রু জানান, "ব্রিটেনে ব্যবসা করলে অনেক বেশি মুনাফা পাওয়া যায় ৷ সেই কারণেই বহু ভারতীয় সেদেশে যেতে চান এবং ব্রিটেনকে তাঁদের ব্যবসার আন্তর্জাতিক সদর দফতর হিসাবে গণ্য করেন ৷ এর অর্থ হল, সংশ্লিষ্ট দুই দেশ একত্রে কাজ করছে ৷ 2030 সালের মধ্যে এই কর্মকাণ্ড বেড়ে দ্বিগুন হতে পারে ৷"

ABOUT THE AUTHOR

...view details