বনসকান্থা (গুজরাত) , 19 এপ্রিল : বিশ্বের সবচেয়ে বড় দুগ্ধ উৎপাদনকারী দেশ ভারত ৷ তাই দেশবাসীকে এই শিল্পে উৎসাহিত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সোমবার তিনদিনের সফরে গুজরাতে গিয়েছেন তিনি ৷ আজ সেখানে 'বনস ডেয়ারি কমপ্লেক্স'-এর উদ্বোধন করে তিনি জানান, ভারতে প্রতি বছর সাড়ে আট লক্ষ কোটি টাকার দুধ উৎপাদন হয় (India tops milk production in world, says PM Narendra Modi) ৷
বনসকান্থার দিয়োদরে একটি জনসভায় মোদি বলেন, "আজ ভারত বিশ্বের মধ্যে সবচেয়ে বড় দুগ্ধ উৎপাদনকারী দেশ ৷ বছরে 8.5 লক্ষ কোটি টাকার দুধ উৎপাদিত হয় এখানে ৷ বিষয়টি অনেকেই খেয়াল করেন না, এমনকি বড় বড় অর্থনীতিবিদরাও নজর দেন না ৷"