নয়াদিল্লি, 8 নভেম্বর: সন্ত্রাসে অর্থের যোগানের বিরুদ্ধে লড়াইয়ের সর্বদা তৎপর ভারত ৷ এ বার দুই দিনের মন্ত্রী পর্যায়ের সম্মেলন 'নো মানি ফর টেররিজম'-এর (No Money For Terror Conference) আয়োজন করতে চলেছে দেশ ৷ শীর্ষ সরকারি সূত্রে জানা গিয়েছে যে, আগামী সপ্তাহে হতে চলেছে এই সম্মেলন ৷
উচ্চ পর্যায়ের একটি সূত্রের তরফে জানা গিয়েছে, এই ধরনের তৃতীয় সম্মেলন 18-19 নভেম্বর দিল্লিতে আয়োজিত হতে চলেছে ৷ এগমন্ট গ্রুপের সদস্য রাষ্ট্রগুলির মন্ত্রী, কূটনীতিক এবং সন্ত্রাসবিরোধী বিশেষজ্ঞরা এই বৈঠকে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে ৷
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তত্ত্বাবধানে জাতীয় তদন্তকারী সংস্থা দিল্লিতে এই সম্মেলনের তৃতীয় সংস্করণের আয়োজন করছে । এই ধরনের প্রথম সম্মেলন প্যারিসে হয়েছিল 2018 সালে ৷ তার পরের বছর দ্বিতীয়টি হয় মেলবোর্নে (অস্ট্রেলিয়া) । প্রায় 65টি দেশ 2019-এর সম্মেলনে অংশগ্রহণ করেছিল । 2020 সালে সম্মেলনের আয়োজক হওয়ার কথা ছিল ভারতের ৷ কিন্তু কোভিড -19 অতিমারির কারণে সেই সম্মেলন স্থগিত করা হয়েছিল ।