পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ডিসেম্বরের মধ্যেই দেশে 10 কোটি কোরোনা ভ্যাকসিন, আশ্বাস সেরাম ইনস্টিটিউটের

অন্তিম পর্যায়ের পরীক্ষামূলক প্রয়োগ যদি সফল হয় এবং যদি কোনও পার্শ্বপ্রতিক্রিয়া না থাকে, তবে প্রতিষেধকটি আপদকালীন পরিস্থিতিতে ব্যবহারের জন্য কেন্দ্রের থেকে অনুমতি চাইবে সেরাম ইনস্টিটিউট । জানালেন সেরাম ইনস্টিটিউটের চিফ একজ়িকিউটিভ অফিসার আদর পুনাওয়ালা ।

কোরোনা ভ্যাকসিন
কোরোনা ভ্যাকসিন

By

Published : Nov 13, 2020, 7:37 PM IST

দিল্লি, 13 নভেম্বর : ডিসেম্বরের মধ্যে 10 কোটি কোরোনা প্রতিষেধক তৈরির লক্ষ্যমাত্রা নিয়েছে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া । সেরাম ইনস্টিটিউটের চিফ একজ়িকিউটিভ অফিসার আদর পুনাওয়ালা এই কথা জানিয়েছেন । এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পুনাওয়ালা বলেছেন, "ভ্যাকসিনের শেষ পর্যায়ের পরীক্ষামূলক প্রয়োগ যদি সফল হয়, তবে আপদকালীন পরিস্থিতিতে এই ভ্যাকসিন প্রয়োগের অনুমতিও পেতে পারে সেরাম ইনস্টিটিউট ।"

তিনি বলেছেন, অন্তিম পর্যায়ের পরীক্ষামূলক প্রয়োগ যদি সফল হয় এবং যদি কোনও পার্শ্বপ্রতিক্রিয়া না থাকে, তবে প্রতিষেধকটি আপদকালীন পরিস্থিতিতে ব্যবহারের জন্য কেন্দ্রের থেকে অনুমতি চাইবে সেরাম ইনস্টিটিউট ।" এই গোটা বিষয়টি ডিসেম্বর মাসের মধ্যে হয়ে যাবে বলে আশাবাদী পুনাওয়ালা ।

ভারতের জন্য ডিসেম্বরের মধ্যে ভ্যাকসিন প্রস্তুত করার আশ্বাস দিলেও গোটা বিশ্বের জন্য তা সরবরাহ করতে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন তিনি । বলেছেন, "2024 সালের আগে গোটা বিশ্বের কাছে প্রতিষেধক পৌঁছে দেওয়া সম্ভব হবে না ।"

এর আগে 28 সেপ্টেম্বর সংস্থার তরফে জানানো হয়েছিল ভারত-সহ মধ্যবিত্ত দেশগুলির জন্য অতিরিক্ত 100 মিলিয়ন কোরোনা ভ্যাকসিন তৈরি করবে সেরাম ইনস্টিটিউট । 2021 সালের মধ্যেই ভ্যাকসিনগুলো সরবরাহ করা হবে ।

ABOUT THE AUTHOR

...view details