দিল্লি, 13 নভেম্বর : ডিসেম্বরের মধ্যে 10 কোটি কোরোনা প্রতিষেধক তৈরির লক্ষ্যমাত্রা নিয়েছে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া । সেরাম ইনস্টিটিউটের চিফ একজ়িকিউটিভ অফিসার আদর পুনাওয়ালা এই কথা জানিয়েছেন । এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পুনাওয়ালা বলেছেন, "ভ্যাকসিনের শেষ পর্যায়ের পরীক্ষামূলক প্রয়োগ যদি সফল হয়, তবে আপদকালীন পরিস্থিতিতে এই ভ্যাকসিন প্রয়োগের অনুমতিও পেতে পারে সেরাম ইনস্টিটিউট ।"
তিনি বলেছেন, অন্তিম পর্যায়ের পরীক্ষামূলক প্রয়োগ যদি সফল হয় এবং যদি কোনও পার্শ্বপ্রতিক্রিয়া না থাকে, তবে প্রতিষেধকটি আপদকালীন পরিস্থিতিতে ব্যবহারের জন্য কেন্দ্রের থেকে অনুমতি চাইবে সেরাম ইনস্টিটিউট ।" এই গোটা বিষয়টি ডিসেম্বর মাসের মধ্যে হয়ে যাবে বলে আশাবাদী পুনাওয়ালা ।