পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

India to buy Rafales: ফ্রান্সের কাছ থেকে আরও 26টি রাফাল কিনতে চলেছে ভারত

এবার ভারতীয় নৌ-সেনার জন্য কেনা হতে পারে আরও 26টি রাফাল যুদ্ধবিমান ৷ প্রধানমন্ত্রীর আসন্ন ফ্রান্স সফরে এই নিয়ে ঘোষণা করা হতে পারে ৷

ETV Bharat
ফাইল ছবি

By

Published : Jul 10, 2023, 7:07 PM IST

Updated : Jul 10, 2023, 7:19 PM IST

নয়াদিল্লি, 10 জুলাই: ফ্রান্সের থেকে আরও 26টি রাফাল যুদ্ধবিমান কিনতে চলেছে ভারত ৷ সরকারি সূত্রে খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন ফ্রান্স সফরে এই যুদ্ধবিমান কেনার বিষয়টি ঘোষণা করা হতে পারে ৷ চলতি সপ্তাহেই ফ্রান্সে যাওয়ার কথা প্রধানমন্ত্রীর ৷ ভারতের তরফে এই যুদ্ধবিমান কেনা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে ৷ এছাড়াও ফ্রান্সের থেকে 3টি স্করপিন ক্লাস সাবমেরিনও কিনতে পারে নয়াদিল্লি ৷

সূত্রের খবর, দেশের প্রতিরক্ষা বাহিনীর তরফে প্রতিরক্ষা মন্ত্রককে আরও রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তাব দেওয়া হয়েছে ৷ সেই প্রস্তাব মেনেই ফ্রান্সের থেকে আরও অন্তত 26টি অত্যাধুনিক রাফাল যুদ্ধবিমান কেনার পরিকল্পনা করা হয়েছে ৷

আরও জানা গিয়েছে, মূলত নৌ-সেনার জন্যই এবার রাফাল কেনার সিদ্ধান্ত হয়েছে ৷ এরমধ্যে 22টি সিঙ্গল সিটেড রাফাল মেরিন যুদ্ধবিমান থাকবে ৷ বাকি 4টি ব্যববহার করা হবে প্রশিক্ষণ দেওয়ার কাজে ৷ জানা গিয়েছে, দেশের নিরাপত্তার স্বার্থে তাদের আরও ডুবো জাহাজ ও যুদ্ধবিমান প্রয়োজন বলে নৌ-বাহিনীর তরফে কেন্দ্রকে জানানো হয়েছে ৷ উল্লেখ্য, বিক্রমাদিত্য ও বিক্রান্তের মতো বিমানবাহী রণতরীতে বর্তমানে মিগ-29 যুদ্ধ বিমান ওঠানামা করতে পারে ৷ নৌ-বাহিনী চাইছে ভবিষ্যতে এই দুই রণতরীতে রাফালের মতো যুদ্ধবিমানও রাখা হোক ৷ অন্যদিকে, নৌসেনার প্রজেক্ট 75 প্রকল্পের আওতায় কেনা হতে পারে নতুন সাবমেরিনগুলি ৷

আরও পড়ুন:18টি রাফালের সঙ্গে সুখোই-মিগ-এমআই 17, চিনের সঙ্গে বিবাদের আবহে হাসিমারাকে তৈরি রাখছে বায়ুসেনা

এখনও এই নিয়ে দুই দেশের চুক্তি না হলেও মনে করা হচ্ছে ভারতের এই নয়া প্রতিরক্ষা চুক্তির জন্য খরচ হতে পারে 90 হাজার কোটি টাকারও বেশি ৷ উল্লেখ্য, ফ্রান্সের থেকে ইতিমধ্যেই 36টি রাফাল যুদ্ধবিমান কিনেছে ভারত ৷ জানা গিয়েছে, নতুন এই যুদ্ধবিমানগুলি কেনার বিষয়ে ইতিমধ্যেই প্রতিরক্ষা মন্ত্রকের উচ্চপর্যায়ের বৈঠকে আলোচিত হয়েছে ৷ শীঘ্রই সেই প্রস্তাব মন্ত্রিসভার সংশ্লিষ্ট কমিটির বৈঠকেও দেওয়া হবে ৷

Last Updated : Jul 10, 2023, 7:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details