হায়দরাবাদ, 25 জুলাই: ভারত 2060 সালের মধ্যে বিশ্বের বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে । এমনই ভবিষ্যদ্বাণী করলেন ব্রিটিশ সাংসদ লর্ড করণ বিলিমোরিয়া ৷ সম্প্রতি বেগমপেটে তাঁর নিজের স্কুল হায়দরাবাদ পাবলিক স্কুলের ইনভেস্টিচার সেরিমনির ফাঁকে বিলিমোরিয়া বলেন, ভারত ব্রিটেনকে ছাড়িয়ে গিয়েছে এবং এটি এখন বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি ৷
ব্রিটেনের হাউস অফ লর্ডসের সদস্য বলেন, "পুরো বিশ্ব ভারতের দিকে তাকিয়ে আছে । ভারত এখন নিঃসন্দেহে, খুব শীঘ্রই বিশ্বের তিনটি সুপার পাওয়ারের মধ্যে অন্যতম হতে চলেছে । আমার ভবিষ্যদ্বাণী হল, 25 বছরের মধ্যে ভারতের জিডিপি 32 ট্রিলিয়ন ডলার হবে এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হবে এই দেশ । আমি আরও একধাপ এগিয়ে যাচ্ছি, আমি বিশ্বাস করি 2060 সালের মধ্যে ভারত বিশ্বের বৃহত্তম অর্থনীতি হবে ৷"
তিনি আশা প্রকাশ করেছেন যে, ভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তিটি শিগগিরই আসতে চলেছে ৷ দুই দেশের মধ্যে বাণিজ্য খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং সেই বাণিজ্য এখন বছরে 30 বিলিয়ন পাউন্ডেরও বেশি বলে জানিয়েছেন ব্রিটেনের আইনপ্রণেতা ৷ তাঁর কথায়, "আমি এখনও মনে করি যে আমরা এটিকে বহুগুণ বাড়াতে পারি ।"