পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Afghanistan : আফগানিস্তানকে ভারত-বিরোধী কাজে ব্যবহার নয়, তালিবানকে স্পষ্ট বার্তা

তালিবান নেতা স্টানেকজ়াইয়ের (Sher Mohammad Abbas Stanekzai) সঙ্গে সাক্ষাৎ করলেন কাতারের ভারতীয় দূত ৷ স্পষ্ট জানালেন, আফগানিস্তানের মাটি ব্যবহার করে ভারত-বিরোধী কোনও কাজ করা যাবে না ৷

দোহায় তালিবানের সঙ্গে ভারতীয় রাষ্ট্রদূতের বৈঠক
দোহায় তালিবানের সঙ্গে ভারতীয় রাষ্ট্রদূতের বৈঠক

By

Published : Aug 31, 2021, 8:33 PM IST

নয়াদিল্লি, 31 অগস্ট : সন্ত্রাসবাদ কাজকর্ম তো দূরের কথা, আফগানিস্তান ভারত-বিরোধী কোনও পদক্ষেপও করতে পারবে না ৷ আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের শেষ দিনে দোহায় তালিবানের সঙ্গে বৈঠকে বিষয়টি স্পষ্ট করল ভারত ৷ মঙ্গলবার কাতারের ভারতীয় রাষ্ট্রদূত দীপক মিত্তল (Deepak Mittal) বৈঠক করলেন তালিবান নেতা শের মহম্মদ আব্বাস স্টানেকজ়াইেয়র (Sher Mohammad Abbas Stanekzai) সঙ্গে ৷ সেখানেই মিত্তল একথা জানান ৷

ভারতের বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, এদিন দোহায় তালিবানের রাজনৈতিক দফতরের প্রধান স্টানেকজ়াইয়ের সঙ্গে রাষ্ট্রদূত মিত্তলের বৈঠক হয় ৷ দোহায় ভারতীয় দূতাবাসেই বৈঠক অনুষ্ঠিত হয় ৷ বৈঠকে ভারতের নিরাপত্তা প্রসঙ্গে সদর্থক মনোভাব প্রকাশ করেছেন তালিবান নেতা ৷

বিদেশমন্ত্রকের তরফে আরও জানানো হয়েছে, ভারতীয় রাষ্ট্রদূত এবং তালিবান নেতার মধ্যে ভারতের নিরাপত্তা এবং আফগানিস্তানে আটকে পড়া ভারতীয় নাগরিকদের দ্রুত দেশে ফেরা সংক্রান্ত আলোচনা হয়েছে ৷ ভারতে যেতে ইচ্ছুক আফগানদের সেদেশে থেকে চলে আসার বিষয়েও আলোচনা হয়েছে ৷ তবে ভারতের পক্ষে সবচেয়ে জোর দেওয়া হয়েছে সন্ত্রাসবাদ কাজকর্ম-সহ আফগানিস্তানের মাটি যেন কোনও ভারত-বিরোধী কাজে ব্যবহার করা না হয় ৷

আরও পড়ুন : Afghanistan : গুরুত্ব বুঝে সেই বিষয়েই জোর দিন, আফগানিস্তান ইস্যুতে জয়শংকর-ডোভালকে নির্দেশ মোদির

ABOUT THE AUTHOR

...view details