পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

India Most Populous Nation: চিনকে টপকে এবার ভারতই বিশ্বের সর্বাধিক জনসংখ্যার দেশ - ভারতই বিশ্বের সর্বাধিক জনসংখ্যার দেশ

চিনকে টপকে গেল ভারত ৷ রাষ্ট্রসংঘের রিপোর্ট অনুযায়ী, 142.86 কোটি জনসংখ্যা নিয়ে এ বার ভারতই বিশ্বের সর্বাধিক জনসংখ্যার দেশ ৷

India Most Populous Country ETV Bharat
ভারতই বিশ্বের সর্বাধিক জনসংখ্যার দেশ

By

Published : Apr 19, 2023, 3:23 PM IST

Updated : Apr 19, 2023, 3:48 PM IST

নয়াদিল্লি, 19 এপ্রিল:জনসংখ্যায় চিনকে ছাপিয়ে গেল ভারত ৷ রাষ্ট্রসংঘের পেশ করা তথ্য বলছে, বর্তমানে আমাদের দেশের জনসংখ্যা 142.86 কোটি ৷ সেখানে চিনেক বর্তমান জনসংখ্যা 142.57 কোটি ৷ ফলে প্রতিবেশী চিন বর্তমানে বিশ্বের দ্বিতীয় সর্বাধিক জনবহুল দেশ ৷

রাষ্ট্রসংঘের সর্বশেষ তথ্য অনুসারে, ভারত 142.86 কোটি জনসংখ্যা নিয়ে চিনকে ছাপিয়ে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হয়ে উঠেছে । ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড বা ইউএমএফপিএ-র নতুন রিপোর্ট বলছে, ভারতের জনসংখ্যার 25 শতাংশ 0-14 বছর বয়সি, 18 শতাংশ 10 থেকে 19 বছর বয়সি, 26 শতাংশ 10 থেকে 24 বছর বয়সি, 68 শতাংশ 15 থেকে 64 বছর বয়সি গ্রুপে এবং জনসংখ্যার 7 শতাংশ রয়েছে 65 বছরের উপরে ।

বিভিন্ন সংস্থার অনুমান, ভারতের জনসংখ্যা 165 কোটিতে পৌঁছনো পর্যন্ত প্রায় তিন দশক ধরে বাড়তে থাকবে এবং তারপরে হ্রাস পেতে শুরু করবে । ভারতের জনসংখ্যার মানচিত্র এক রাজ্য থেকে অন্য রাজ্যে পরিবর্তিত হয় । বিশেষজ্ঞরা বলছেন, কেরালা এবং পঞ্জাবে বয়স্ক জনসংখ্যা রয়েছে, আবার বিহার এবং উত্তর প্রদেশে তরুণ জনসংখ্যা ।

ইউএনএফপিএ-এর ভারতের প্রতিনিধি এবং ভুটানের কান্ট্রি ডিরেক্টর আন্দ্রেয়া ওয়াজনার বলেছেন যে, ভারতের 1.4 বিলিয়ন মানুষকে অবশ্যই 1.4 বিলিয়ন সুযোগ হিসাবে দেখা উচিত । সর্ববৃহৎ যুব গোষ্ঠীর দেশ হিসাবে - এর 254 মিলিয়ন যুবক (15-24 বছর) - উদ্ভাবন, নতুন চিন্তাভাবনা এবং দীর্ঘস্থায়ী সমাধানের উত্স হতে পারে ৷ জনসংখ্যার গতিপথ সঠিক ভাবে এগোতে পারে, যদি মেয়েরা সমান শিক্ষাগত এবং দক্ষতা বৃদ্ধির সুযোগ, প্রযুক্তি ও ডিজিটাল উদ্ভাবনের অ্যাক্সেস ও সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে তাঁদের প্রজনন অধিকার এবং পছন্দগুলি সম্পূর্ণরূপে প্রয়োগ করার সুযোগ পায় ৷

ওয়াজনার আরও বলেন যে, লিঙ্গ সমতা, ক্ষমতায়ন এবং বৃহত্তর শারীরিক স্বায়ত্তশাসনের অগ্রগতি নিশ্চিত করা নারীদের জন্য মজবুত ভবিষ্যতের মূল নির্ধারক । ব্যক্তি অধিকার ও পছন্দকে সম্মান করা উচিত এবং সকলেরই সিদ্ধান্ত নিতে হবে কখন সন্তান হবে, আদৌ নিতে হবে কি না বা কটি নিতে হবে ৷ রাষ্ট্রসংঘের কর্মকর্তার কথায়, "যৌন ও প্রজনন নীতি এবং কর্মসূচির কেন্দ্রে থাকা উচিত মহিলাদের । যখন সকল মানুষের অধিকার, পছন্দ এবং সমান মূল্যকে সত্যিকারের সম্মান করা হবে এবং রাখা হবে, তখনই আমরা অসীম সম্ভাবনার ভবিষ্যৎ স্থির করতে পারব ৷"

আরও পড়ুন:'ভালোবাসা বাড়াও, জনসংখ্যা নয় !' বিশ্ব জন্মদানবিরোধী দিবসে প্রচার তিলোত্তমায়

Last Updated : Apr 19, 2023, 3:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details