বালাসোর, 24 জুন: স্বল্প পাল্লার ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করল ভারত ৷ ভিএল-এসআরএসএএম নামের এই ক্ষেপণাস্ত্রটি শুক্রবার ওড়িশার চাঁদিপুরের কাছে নৌ-বাহিনীর একটি যুদ্ধ জাহাজ থেকে উৎক্ষেপণ করা হয় (India successfully test fires VL SRSAM missile) ৷ ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা (ডিআরডিও) জানিয়েছে, ডিআরডিও এবং নৌ-সেনার যৌথ উদ্যোগে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয় এদিন ৷
ডিআরডিও'র দাবি, এই মিসাইলটি শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম ৷ সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হয়েছে এই মিসাইল ৷ ক্ষেপণাস্ত্রটির এই সফল উৎক্ষেপণে ডিআরডিও ও নৌ-সেনাকে শুভেচ্ছা জানিয়েছেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৷ এরফলে নৌ বাহিনীর শক্তি আরও বাড়বে বলে জানিয়েছেন তিনি ৷