নয়াদিল্লি, 27 অক্টোবর: ভারতীয় সেনার হাত আরও শক্ত হল ৷ এল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি-5 ৷ বুধবার পরীক্ষায় সফল হল এই ক্ষেপণাস্ত্রটি ৷ আজ সন্ধ্যে 7.50 মিনিটে ওড়িশার এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে এই ক্ষেপণাস্ত্রটির সফল উৎক্ষেপণ করা হয়। এই ক্ষেপণাস্ত্রটি 5 হাজার কিলোমিটার দূরবর্তী কোনও কিছুকে ধ্বংস করতে সক্ষম ৷ এই ক্ষেপণাস্ত্রটির মাধ্যমে চিনকে পরোক্ষে বার্তা দেওয়া হল বলেই মনে করা হচ্ছে ৷ এর মাধ্যমে পরমাণু হামলাও করা যাবে ৷
সাড়ে 17 মিটার দৈর্ঘ্যের এবং 2 মিটার পরিধিবিশিষ্ট অগ্নি-5 অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল সিস্টেমকেও ধোকা দিতে সক্ষম এটি। এছাড়াও 15 হাজার কেজি পরমাণু অস্ত্র বহন করতে পারে। ক্ষেপণাস্ত্রটিতে তিনস্তরীয় রকেট বুস্টার আছে। এর গতি শব্দের চেয়েও 24 গুণ বেশি। সেকেন্ডে 8.16 কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে এটি।