চণ্ডীপুর (ওডিশা), 8 সেপ্টেম্বর: ভারতের প্রতিরক্ষা পরিকাঠামোয় জুড়ে গেল আরও একটি সাফল্য ৷ তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সক্ষম ভূমি থেকে আকাশে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে, এমন একটি ক্ষেপণাস্ত্রের ষষ্ঠ দফার পরীক্ষামূলক উৎক্ষেপণ সফল হল বৃহস্পতিবার ৷ এদিন ওড়িশা উপকূল (Odisha Coast) থেকে এই প্রক্রিয়া সারা হয় ৷ এই ক্ষেপণাস্ত্রের পোশাকি নাম হল, 'কুইক রিঅ্য়াকশন সারফেস টু এয়ার মিসাইল' (Quick Reaction Surface to Air Missile) বা কিউআরএসএএম (QRSAM) ৷
এদিন ভারতের প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থা (Defence Research and Development Organisation) বা ডিআরডিও (DRDO)-এর তরফ থেকে এই সফল উৎক্ষেপণের কথা জানানো হয় ৷ ডিআরডিও সূত্রে বলা হয়েছে, ভারতীয় সেনাবাহিনীর (Indian Army) প্রতিরক্ষা ব্যবস্থাপনাকে ঢেলে সাজানো হচ্ছে ৷ সেই পরিকল্পনার আওতাতেই কিউআরএসএএম-এর এই পরীক্ষামূলক উৎক্ষেপণ (QRSAM Test Fire) করা হয় ৷
আরও পড়ুন:নয়া ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করল ডিআরডিও ও নৌ-সেনা
আকাশ পথে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের হামলা ঠেকাতেই এদিনের এই পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয় ৷ মাঝারি উচ্চতায় দূরপাল্লার এবং কম দূরত্বের ক্ষেপণাস্ত্রের সন্ধান পাওয়ামাত্র তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তাকে ধ্বংস করে দিতে পারবে এই কিউআরএসএএম ৷ এই নয়া ক্ষেপণাস্ত্র দিনের পাশাপাশি রাতেও শত্রুপক্ষের হামলা ঠেকাতে সক্ষম কিনা, সেই বিষয়ে নিশ্চিত হতে চাইছেন গবেষকরা ৷ সেই অনুসারেই পরীক্ষামূলক উৎক্ষেপণ চালানো হচ্ছে ৷ এক্ষেত্রে লক্ষ্যবস্তুতে আঘাত হানার ক্ষেত্রে কিউআরএসএএম-কে নিখুঁত হতে হবে ৷ তবেই এই উদ্যোগ সফল হবে বলে মনে করছেন ডিআরডিও-এর দায়িত্বপ্রাপ্ত গবেষকরা ৷
ডিআরডিও-এর তরফ থেকে জানানো হয়েছে, এদিনের এই পরীক্ষামূলক উৎক্ষেপণের সময় খুঁটিনাটি তথ্য সংগ্রহের জন্য একাধিক অত্য়াধুনিক তদারকি ব্যবস্থার সাহায্য নেওয়া হয়েছে ৷ কাজে লাগানো হয়েছে টেলিমেট্রি, রাডার এবং ইলেক্ট্রো-অপটিক্য়াল ট্র্য়াকিং সিস্টেম বা ইওটিএস-এর মতো সরঞ্জামকে ৷ এদিনের এই পরীক্ষামূলক উৎক্ষেপণের সময় সেখানে উপস্থিত ছিলেন ভারতীয় সেনাবাহিনী এবং ডিআরডিও-এর উচ্চপদস্থ কর্তা ও আধিকারিকরা ৷