পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

QRSAM Test Fire: ওড়িশা উপকূলে কুইক রিঅ্য়াকশন সারফেস টু এয়ার মিসাইলের সফল উৎক্ষেপণ

বৃহস্পতিবার ওড়িশা উপকূল (Odisha Coast) থেকে 'কুইক রিঅ্য়াকশন সারফেস টু এয়ার মিসাইল' (Quick Reaction Surface to Air Missile) বা কিউআরএসএএম (QRSAM)-এর উৎক্ষেপণ করা হয় ৷ এটি ছিল এই পর্বের ষষ্ঠ দফার সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ (QRSAM Test Fire) ৷

India successfully test fires Quick Reaction Surface to Air Missile system from Odisha Coast
QRSAM Test Fire: ওডিশা উপকূলে কুইক রিঅ্য়াকশন সারফেস টু এয়ার মিসাইলের সফল উৎক্ষেপণ

By

Published : Sep 8, 2022, 12:32 PM IST

চণ্ডীপুর (ওডিশা), 8 সেপ্টেম্বর: ভারতের প্রতিরক্ষা পরিকাঠামোয় জুড়ে গেল আরও একটি সাফল্য ৷ তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সক্ষম ভূমি থেকে আকাশে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে, এমন একটি ক্ষেপণাস্ত্রের ষষ্ঠ দফার পরীক্ষামূলক উৎক্ষেপণ সফল হল বৃহস্পতিবার ৷ এদিন ওড়িশা উপকূল (Odisha Coast) থেকে এই প্রক্রিয়া সারা হয় ৷ এই ক্ষেপণাস্ত্রের পোশাকি নাম হল, 'কুইক রিঅ্য়াকশন সারফেস টু এয়ার মিসাইল' (Quick Reaction Surface to Air Missile) বা কিউআরএসএএম (QRSAM) ৷

এদিন ভারতের প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থা (Defence Research and Development Organisation) বা ডিআরডিও (DRDO)-এর তরফ থেকে এই সফল উৎক্ষেপণের কথা জানানো হয় ৷ ডিআরডিও সূত্রে বলা হয়েছে, ভারতীয় সেনাবাহিনীর (Indian Army) প্রতিরক্ষা ব্যবস্থাপনাকে ঢেলে সাজানো হচ্ছে ৷ সেই পরিকল্পনার আওতাতেই কিউআরএসএএম-এর এই পরীক্ষামূলক উৎক্ষেপণ (QRSAM Test Fire) করা হয় ৷

আরও পড়ুন:নয়া ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করল ডিআরডিও ও নৌ-সেনা

আকাশ পথে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের হামলা ঠেকাতেই এদিনের এই পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয় ৷ মাঝারি উচ্চতায় দূরপাল্লার এবং কম দূরত্বের ক্ষেপণাস্ত্রের সন্ধান পাওয়ামাত্র তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তাকে ধ্বংস করে দিতে পারবে এই কিউআরএসএএম ৷ এই নয়া ক্ষেপণাস্ত্র দিনের পাশাপাশি রাতেও শত্রুপক্ষের হামলা ঠেকাতে সক্ষম কিনা, সেই বিষয়ে নিশ্চিত হতে চাইছেন গবেষকরা ৷ সেই অনুসারেই পরীক্ষামূলক উৎক্ষেপণ চালানো হচ্ছে ৷ এক্ষেত্রে লক্ষ্যবস্তুতে আঘাত হানার ক্ষেত্রে কিউআরএসএএম-কে নিখুঁত হতে হবে ৷ তবেই এই উদ্যোগ সফল হবে বলে মনে করছেন ডিআরডিও-এর দায়িত্বপ্রাপ্ত গবেষকরা ৷

ডিআরডিও-এর তরফ থেকে জানানো হয়েছে, এদিনের এই পরীক্ষামূলক উৎক্ষেপণের সময় খুঁটিনাটি তথ্য সংগ্রহের জন্য একাধিক অত্য়াধুনিক তদারকি ব্যবস্থার সাহায্য নেওয়া হয়েছে ৷ কাজে লাগানো হয়েছে টেলিমেট্রি, রাডার এবং ইলেক্ট্রো-অপটিক্য়াল ট্র্য়াকিং সিস্টেম বা ইওটিএস-এর মতো সরঞ্জামকে ৷ এদিনের এই পরীক্ষামূলক উৎক্ষেপণের সময় সেখানে উপস্থিত ছিলেন ভারতীয় সেনাবাহিনী এবং ডিআরডিও-এর উচ্চপদস্থ কর্তা ও আধিকারিকরা ৷

ABOUT THE AUTHOR

...view details