নয়া দিল্লি, 7 জুন : খাদ্যসুরক্ষা ও লিঙ্গবৈষম্যের প্রশ্নে রাষ্ট্রপুঞ্জের ‘সাসটেনেবল ডেভেলপমেন্ট গোল’ (SDGs) বা স্থায়ী উন্নতির সূচকে আগের তুলনায় দু’ধাপ নীচে নেমে গেল ভারত ৷ যা বিশ্ব খাদ্যসুরক্ষা দিবসে ভারতের জন্য খারাপ খবর ৷
চলতি বছরে বিশ্বের 193 দেশের মধ্যে ভারতের অবস্থান 117-তে ৷ গত বছর যা ছিল 115 ৷ দুর্ভাগ্যজনকভাবে প্রতিবেশী বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভুটান, নেপালের মতো তথাকথিত ছোট অর্থনীতির দেশও ভারতকে পিছনে ফেলে দিয়েছে ।
রাষ্ট্রপুঞ্জ ‘সাসটেনেবল ডেভেলপমেন্ট গোল’-এর পরিকল্পনা হাতে নিয়েছিল 2015 সালে । লক্ষ্য ছিল 2030 সালের মধ্যে বিশ্বে শান্তি ও সমৃদ্ধি ফেরানো ৷ কীভাবে ? সেই লক্ষ্যে 17টি বিষয়কে চিহ্নিত করা হয় ৷ যে 17টি বিষয়কে দূর করতে দেশগুলিকে নির্দিষ্ট পরিকল্পনা নিতেও বলা হয় রাষ্ট্রপুঞ্জের তরফে । বিষয়গুলি হল দারিদ্র দূরীকরণ, সকলের জন্য খাদ্যসুরক্ষা, সুস্বাস্থ্য, উন্নত শিক্ষা, লিঙ্গবৈষম্য প্রতিরোধ ।