পেট্রাপোল, 7 অগস্ট :আবারও সৌহার্দ্যের নজির গড়ল ভারত-বাংলাদেশ ৷ করোনা অতিমারিতে প্রতিবেশী বাংলাদেশকে রেলপথে জরুরি ভিত্তিতে মেডিক্যাল অক্সিজেন আগেই পাঠিয়েছে ভারত ৷ এবার ঢাকাকে প্রাথমিকভাবে 30টি অ্যাম্বুল্যান্স উপহার দিল নয়াদিল্লি ৷ শনিবার সকালে উত্তর 24 পরগনার পেট্রাপোল সীমান্ত দিয়ে অ্যাম্বুল্যান্সগুলি বাংলাদেশে রওনা দেয় ৷ এর আগে পরীক্ষামূলকভাবে মার্চের 21 তারিখে একটি অ্যাম্বুল্যান্স ভারত থেকে সেদেশে গিয়েছিল ৷ মোট 109টি অ্যাম্বুল্যান্স উপহার দিয়ে বাংলাদেশকে সাহায্য করা হবে বলে বাংলাদেশ সফরে গিয়ে ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ধাপে ধাপে এই অ্যাম্বুল্যান্সগুলি বাংলাদেশে পাঠানো হবে।
আরও পড়ুন :বাংলাদেশে 200 মেট্রিক টন অক্সিজেন পাঠাল ভারত
ভারতে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে ৷ পাশাপাশি, প্রতিবেশী বাংলাদেশের অতিমারি পরিস্থিতিও উদ্বেগজনক ৷ নতুন করে কঠোর বিধিনিষেধ ঘোষণা করেছে হাসিনা সরকার ৷ প্রায় প্রতিদিনই করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর খবর সামনে আসছে বাংলাদেশে ৷ এই ঘোর সংকটের দিনে বাংলাদেশকে অ্যাম্বুল্যান্স দিয়ে পাশে দাঁড়াল ভারত ৷
গত মার্চ মাসে বাংলাদেশ সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী ৷ সেই সফরেই করোনা মোকাবেলায় বাংলাদেশকে 109টি অত্যাধুনিক অ্যাম্বুল্যান্স দিয়ে সাহায্য করা হবে বলে ঘোষণা করেছিলেন তিনি ৷ সেইমতো পরীক্ষামূলকভাবে গত 21 মার্চ একটি অ্যাম্বুল্যান্স বাংলাদেশে পাঠানো হয়েছিল ৷ পরবর্তীতে দু’দিন আগে পঞ্জাব থেকে 30টি অ্যাম্বুল্যান্স বনগাঁ এসে পৌঁছয় ৷ প্রতিটি অ্যাম্বুল্যান্সেই রয়েছে আইসিইউ-এর সুবিধা ৷ শনিবার সকালে অ্যাম্বুল্যান্সগুলি পেট্রাপোল সীমান্ত হয়ে বাংলাদেশের উদ্দেশে রওনা দেয় ৷ এই অ্যাম্বুল্যান্সগুলি বেনাপোল হয় ঢাকায় পৌঁছবে ৷
আরও পড়ুন :কৃষ্ণনগর মৃৎশিল্পীর তৈরি বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তি পাড়ি দিচ্ছে বাংলাদেশ
প্রসঙ্গত, এর আগেও করোনা মোকাবিলায় বাংলাদেশকে টিকা ও জরুরি ভিত্তিতে 200 মেট্রিক টন মেডিক্যাল অক্সিজেন দিয়ে পাশে দাঁড়িয়েছিল ভারত ৷ এই বিষয়ে পেট্রাপোল সীমান্তের ক্লিয়ারিং এজেন্ট কার্তিক চক্রবর্তী বলেন, ‘‘করোনাকালে বাংলাদেশের পরিস্থিতি খুবই উদ্বেগজনক ৷ এর আগেও ওষুধ, অক্সিজেন-সহ অন্যান্য জিনিস দিয়ে বাংলাদেশকে সাহায্য করেছে ভারত ৷ আর এবার প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি মতো 109টি অ্যাম্বুল্যান্স বাংলাদেশকে উপহার দেওয়া হচ্ছে ৷ প্রাথমিকভাবে 30টি গাড়ি যাচ্ছে ৷ অ্যাম্বুল্যান্সগুলি দ্রুত পৌঁছে দেওয়ার জন্য জেলা প্রশাসনের সহযোগিতা সার্বিকভাবে পেয়েছি আমরা ৷ বনগাঁ পৌরসভাও অ্যাম্বুল্যান্সগুলির জন্য পার্কিং ফি মকুব করেছে ৷ ভারত সরকারের এই পদক্ষেপের ফলে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও গভীর হবে বলেই আমাদের আশা ৷’’