নয়াদিল্লি, 16 ডিসেম্বর:ফের একবার পাকিস্তানকে (Pakistan) যোগ্য জবাব দিল ভারত ৷ শুক্রবার ভারতের (India) তরফ থেকে পড়শির উদ্দেশে বলা হয়, পাকিস্তানকে তার মনোভাব বদলাতে হবে ৷ তা না হলে তারা চিরকাল ব্রাত্যই (Pariah) থেকে যাবে ৷ নয়াদিল্লির তরফে বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি (Arindam Bagchi) একটি টুইট করেন ৷ তাতেই সংশ্লিষ্ট ইস্যুতে ভারতের অবস্থান স্পষ্ট করা হয় ৷ কিন্তু, হঠাৎ করে ভারত এমন মন্তব্য করল কেন ? ওয়াকিবহাল মহলের বক্তব্য, পাক বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি (Bilawal Bhutto Zardari) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) উদ্দেশ করে যে কুকথা বলেছেন, তারই জবাবে পাকিস্তানকে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে ভারত ৷
ঠিক কী বলেছেন বিলাওয়াল ? তিনি বলেন, "ওসামা বিন লাদেন মারা গিয়েছেন ৷ কিন্তু, গুজরাতে অসংখ্য জীবন কেড়ে নেওয়া জল্লাদ এখনও জীবিত রয়েছেন !" স্বাভাবিকভাবেই পাক বিদেশমন্ত্রীর এমন মন্তব্য চুপচাপ হজম করতে নারাজ নয়াদিল্লি ৷ আসলে এই বাকযুদ্ধের সূচনা বিলাওয়ালই করেছিলেন ৷ নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সম্মেলন চলাকালীন হঠাৎই কাশ্মীর প্রসঙ্গ তোলেন তিনি ৷ জবাবে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর মনে করিয়ে দেন, যে দেশ ওসামা বিন লাদেনকে আশ্রয় দিয়েছিল, যারা পড়শি দেশের সংসদে হামলা চালিয়েছিল, তাদের মুখে এসব কথা মানায় না ৷
আরও পড়ুন:'লাদেনকে আশ্রয়, সংসদে হামলা'র ঘটনা মনে করিয়ে পাকিস্তানকে কড়া জবাব বিদেশমন্ত্রীর