নয়া দিল্লি, 17 সেপ্টেম্বর : দেশে ফের বাড়ল করোনার দৈনিক সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় দেশে নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন 34 হাজার 403 জন ৷ এই তথ্য জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক (Health Ministry) ৷ গতকাল এই সংখ্যাটা ছিল 30 হাজার 570 ৷ এ পর্যন্ত পাওয়া হিসেব অনুযায়ী মোট করোনা সংক্রামিতের সংখ্যা দাঁড়াল 3 কোটি 33 লক্ষ 81 হাজার 728 ৷
গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 37 হাজার 950 জন ৷ তার আগে 38 হাজার 12 জন করোনা সংক্রামিত রোগী সুস্থ হয়েছিলেন ৷ তাই সুস্থতার ক্ষেত্রেও বিশেষ কোনও পরিবর্তন হয়নি বললেই চলে ৷ মোট সুস্থ হয়েছেন 3 কোটি 25 লক্ষ 98 হাজার 424 জন ৷ গত 24 ঘণ্টায় পাওয়া হিসেব অনুযায়ী দেশে মোট সক্রিয় রোগীর (Active cases) সংখ্যা 3 লক্ষ 39 হাজার 056 জন ৷ সংক্রমণের শীর্ষে সেই কেরালা ৷ গত 24 ঘণ্টায় কেরালায় নতুন করে সংক্রামিত হয়েছেন 22 হাজার 182 জন ৷ মৃত্যুর সংখ্যা 178 ৷
গত 24 ঘণ্টায় করোনা সংক্রমণে মারা গিয়েছেন 320 জন ৷ তার আগে মারা গিয়েছিলেন 431 জন ৷ দৈনিক সংক্রমণ বাড়লেও মৃত্যুর সংখ্যা বেশ কিছুটা কমেছে ৷ এ পর্যন্ত মৃতের মোট সংখ্যা 4 লক্ষ 44 হাজার 248 ৷