পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Corona in India : একদিনে সংক্রমণ কমে 30 হাজারের ঘরে, কেরালা একাই সাড়ে 19 হাজার

আজ সকালে স্বাস্থ্যমন্ত্রক প্রদত্ত বুলেটিন অনুযায়ী, গত 24 ঘণ্টায় সারা দেশে 30 হাজার 941 জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৷ গতকাল সংখ্যাটা ছিল 42 হাজার 909 জন ৷ সামান্য কমেছে দৈনিক মৃতের সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 350 জনের ৷ গতকাল যা ছিল 380 ৷

Corona in India
Corona in India

By

Published : Aug 31, 2021, 9:51 AM IST

Updated : Aug 31, 2021, 9:58 AM IST

নয়াদিল্লি, 31 অগস্ট : ফের নিম্নমুখী দেশের দৈনিক সংক্রমণ ৷ একদিনে 43 হাজার থেকে কমে সংক্রমণ পৌঁছল প্রায় 31 হাজারের দোরগোড়ায় ৷ সামান্য কমল দৈনিক মৃত্যুর সংখ্যা ৷ তবে গোটা দেশে প্রায় 31 হাজার সংক্রমণের নিরিখে কেরালা একাই সাড়ে উনিশ হাজার ৷ গতকাল কেরালায় আক্রান্ত হয়েছেন 19 হাজার 622 জন ৷ মৃত্যু হয়েছে 132 জনের ৷

আজ সকালে স্বাস্থ্যমন্ত্রক প্রদত্ত বুলেটিন অনুযায়ী, গত 24 ঘণ্টায় সারা দেশে 30 হাজার 941 জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৷ গতকাল সংখ্যাটা ছিল 42 হাজার 909 জন ৷ সামান্য কমেছে দৈনিক মৃতের সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 350 জনের ৷ গতকাল যা ছিল 380 ৷ এখনও পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা 4 লাখ 38 হাজার 560 জন ৷

বাড়ল দৈনিক সুস্থের সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 36 হাজার 275 জন ৷ গতকাল সংখ্যাটা ছিল 34 হাজার 763 ৷ এখনও পর্যন্ত গোটা দেশে সুস্থ হয়েছেন 3 কোটি 19 লাখ 59 হাজার 680 জন ৷ দেশে মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা কমে 3 লাখ 70 হাজার 640 জন ৷ এখনও পর্যন্ত দেশজুড়ে মোট 64 কোটি 5 লাখ 28 হাজার 644টি টিকাকরণ সম্পূর্ণ হয়েছে ৷

দেশের কোথায় কত সংক্রমণ ? জানুন এক ক্লিকেই ৷

আরও পড়ুন :Corona in west Bengal : গত 24 ঘণ্টায় আক্রান্তের সংখ্যা 510, মৃত 11

Last Updated : Aug 31, 2021, 9:58 AM IST

ABOUT THE AUTHOR

...view details