পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Corona Update in India: দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা 20 হাজারের ঘরেই, সংক্রমণের হার কমল - করোনা 20 হাজারের ঘরেই

দেশে করোনা সংক্রমণ গ্রাফের কোনও স্থিরতা থাকছে না ৷ কখনও 14 হাজারে নেমে গেলেও পরেই 20 হাজারে উঠে যাচ্ছে আক্রান্তের সংখ্যা ৷ তবে দেশজুড়ে প্রিকশন ডোজ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে (Corona Update in India) ৷

Corona Cases in India
করোনা সংক্রমণ

By

Published : Jul 29, 2022, 10:24 AM IST

নয়াদিল্লি, 29 জুলাই:খুব একটা হেরফের হয়নি দৈনিক করোনা সংক্রমণে ৷ শুক্রবার স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত 24 ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 20 হাজার 409 জন ৷ বৃহস্পতিবারের রিপোর্টে সংখ্যাটা ছিল 20 হাজার 557 জন (India reports fresh COVID 19 cases in last 24 hours) ৷ দেশে এখনও পর্যন্ত 4 কোটি 39 লক্ষ 79 হাজার 730 জন করোনায় সংক্রামিত হয়েছেন ৷

সক্রিয় রোগীর সংখ্যাও বেড়েছে (Active caseload) ৷ আজকের বুলেটিনে সংখ্যাটা 1 লক্ষ 43 হাজার 988 জন, যা মোট সংক্রমণের 0.33 শতাংশ ৷ গতকালের রিপোর্টে সংখ্যাটা ছিল 1 লক্ষ 46 হাজার 323 ৷ পাল্লা দিয়ে কমেছে দৈনিক সংক্রমণের হার (Daily positivity rate) ৷ স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবার প্রকাশিত রিপোর্টে, এই হার 5.18 শতাংশ থেকে 5.12 শতাংশে নেমেছে ৷ এ পর্যন্ত দেশে করোনায় প্রাণ হারিয়েছেন 5 লক্ষ 26 হাজার 258 জন ৷

আরও পড়ুন: মাঙ্কিপক্স থেকে কীভাবে সুস্থ থাকবেন, পরামর্শ চিকিৎসকের

গত 24 ঘণ্টায় দেশে করোনা থেকে সুস্থ হয়েছেন 22 হাজার 697 জন ৷ আগের দিন 19 হাজার 216 জন সেরে উঠেছিলেন ৷ দেশে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন 4 কোটি 33 লক্ষ 9 হাজার 484 জন ৷ সুস্থতার হার সামান্য বেড়ে 98.48 শতাংশ হয়েছে ৷

17 জুলাই দেশে কোভিড-19 ভ্যাকসিনের (Covid 19 Vaccine) ডোজের সংখ্যা 200 কোটি পেরিয়ে গিয়েছে ৷ 15 জুলাই থেকে দেশে 18-59 বছর বয়সীদের জন্য বিনামূল্যে কোভিড বুস্টার ডোজ (প্রিকশন ডোজ) দেওয়া শুরু হয়েছে ৷ 15 জুলাই থেকে আগামী 75 দিন ধরে চলবে এই টিকাকরণ প্রক্রিয়া ৷ কোভিড-19 ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার 6 মাস পর এই প্রিকশন ডোজ নেওয়া যাবে ৷ 8 কোটি 45 লক্ষেরও (Precaution Dose) বেশি বুস্টার ডোজ দেওয়া হয়েছে এখনও অবধি ৷

ABOUT THE AUTHOR

...view details