পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Corona in India : দেশে সংক্রমণ 44 হাজার, কেরালা একাই 30 হাজার - করোনা

ওনাম উদযাপিত হওয়ার পর হু হু করে সংক্রমণ বাড়ছে কেরালায় । গত 24 ঘণ্টায় কেরালায় করোনা আক্রান্ত হয়েছেন 30 হাজার 7 জন ৷ মৃত্যু হয়েছে 162 জনের ৷ যা গোটা দেশের সংক্রমণের অর্ধেকেরও বেশি ৷

CORONA TRACKER
CORONA TRACKER

By

Published : Aug 27, 2021, 10:09 AM IST

নয়াদিল্লি, 27 অগস্ট : গত 24 ঘণ্টায় সামান্য কমে 46 হাজার থেকে 44 হাজারে নামল দেশের দৈনিক সংক্রমণ ৷ যার মধ্যে 30 হাজার সংক্রমণ শুধু কেরালায় ৷ অর্থাৎ কিনা দেশের দৈনিক সংক্রমণের সিংহভাগ ঘটছে কেরালায় । এদিকে সংক্রমণ বাড়লেও আজও কিছুটা কমেছে দৈনিক মৃত্যু ৷

ওনাম উদযাপিত হওয়ার পর হু হু করে সংক্রমণ বাড়ছে কেরালায় । গতকাল কেরালায় করোনা আক্রান্ত হয়েছেন 30 হাজার 7 জন ৷ মৃত্যু হয়েছে 162 জনের ৷ যা গোটা দেশের সংক্রমণের তিন ভাগের দুই ভাগ ৷ আজ সকালের স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত 24 ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন 44 হাজার 658 জন ৷ গতকাল সংখ্যাটা ছিল 46 হাজার 164 জন ৷

এই নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল 3 কোটি 26 লাখ 3 হাজার 188 । বেড়েছে সক্রিয় আক্রান্তের সংখ্যাও ৷ এখনও পর্যন্ত দেশে মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা 3 লাখ 44 হাজার 899 জন । তবে গতকালের নিরিখে কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 496 জনের ৷ গতকাল যা ছিল 607 ৷ এই নিয়ে দেশে মোট করোনায় মৃতের সংখ্যা বেড়ে হল 4 লাখ 36 হাজার 861 জন ।

গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 32 হাজার 988 জন ৷ এই নিয়ে দেশে মোট সুস্থ হয়ে উঠেছেন 3 কোটি 18 লাখ 21 হাজার 428 জন । গত 24 ঘণ্টায় 79 লাখ 48 হাজার 439 টি টিকা দেওয়া হয়েছে ৷ এখনও পর্যন্ত সারা দেশে মোট 61 কোটি 22 লাখ 8 হাজার 542 টি টিকা দেওয়া হয়েছে ৷

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের দেওয়া তথ্য অনুযায়ী, গত 24 ঘণ্টায় 18 লাখ 24 হাজার 931 টি নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ এখনও পর্যন্ত সারা দেশে মোট 51 কোটি 49 লাখ 54 হাজার 309টি নমুনা পরীক্ষা করা হয়েছে ৷

দেশের কোথায় কত সংক্রমণ ? জানুন এক ক্লিকেই ৷

আরও পড়ুন :COVID Deaths : করোনাকালে অনাথ হওয়া নাবালকদের তথ্য সংগ্রহ নারী-শিশু ও সমাজকল্যাণ দফতরের

ABOUT THE AUTHOR

...view details