নয়াদিল্লি, 21 জুন : কিছুটা কমে দৈনিক করোনা সংক্রমণ 10 হাজারের নিচে নামল ৷ মঙ্গলবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গত 24 ঘণ্টায় 9 হাজার 923 জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৷ গতকালের বুলেটিনে সংখ্যাটা ছিল 12 হাজার 781 (India reports 9,923 fresh Covid cases in the last 24 hours) ৷ দেশে এখনও পর্যন্ত 4 কোটি 33 লক্ষ 19 হাজার 396 জন করোনায় আক্রান্ত হয়েছেন ৷ কমেছে দৈনিক করোনা সংক্রমণের হারও (Daily positivity rate) ৷ গতাকালের রিপোর্টে এই হার ছিল 4.32 শতাংশ, যা আজ 2.55 শতাংশে নেমেছে ৷ সক্রিয় রোগীর সংখ্যা (Active case) বেড়ে হয়েছে 79 হাজার 313, যা মোট সংক্রমণের 0.18 শতাংশ ৷
স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, গত 24 ঘণ্টায় করোনায় মারা গিয়েছেন 17 জন, যা আগের দিন ছিল 18 ৷ এতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল 5 লক্ষ 24 হাজার 890 ৷ দিল্লিতে 6 জন, কেরালায় 5 জন, মহারাষ্ট্রে 2 জন, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, জম্মু ও কাশ্মীর এবং হিমাচল প্রদেশে 1 জন করে রোগী করোনায় প্রাণ হারিয়েছেন ৷