নয়াদিল্লি, 31 জানুয়ারি : গত 24 ঘণ্টায় দেশে সংক্রমণ কমলেও বাড়ল মৃত্যু সংখ্যা এবং সংক্রমণের হার ৷ যা উদ্বেগ বাড়ালেও সমানভাবে আশার আলোও দেখা দিচ্ছে ৷ ভাইরাসের তৃতীয় ঢেউয়ে এই প্রথমবার কমল সাপ্তাহিক সংক্রমণ সোমবার দেশে নতুন করে করোনায় সংক্রামিত হয়েছেন 2 লক্ষ 9 হাজার 918 জন ৷ মৃত্যু 893 থেকে বেড়ে হয়েছে 959 (India reports 959 COVID deaths in last 24 hours) ৷ সংক্রমণের হার 14.5 শতাংশ থেকে বেড়ে হয়েছে 15.75 শতাংশ ৷ রবিবার দেশে নতুন করে সংক্রামিত হয়েছিলেন 2 লক্ষ 34 হাজার 281 জন ৷ অর্থাৎ, গত 24 ঘণ্টায় দেশে সংক্রমণ কমল 24 হাজারেরও বেশি (Coronavirus Update In India) ৷
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত বুলেটিন বলছে, এই মুহূর্তে দেশে সক্রিয় রোগীর সংখ্যা 18 লক্ষ 31 হাজার 268 ৷ গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 2 লক্ষ 62 হাজার 628 জন ৷ এখনও পর্যন্ত দেশে মোট 166 কোটি 3 লক্ষের কিছু বেশি মানুষের ভাইরাসেক টিকার অন্তত একটি ডোজ নেওয়া হয়েছে ৷