নয়াদিল্লি, 24 নভেম্বর : ফের বাড়ল করোনার দৈনিক সংক্রমণ ৷ আজ সকালে স্বাস্থ্য মন্ত্রকের (Union Health Ministry) প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গত 24 ঘণ্টায় দেশে নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন 9 হাজার 283 জন (New Corona case in last 24 hours) ৷
এর আগের দিন এই সংখ্যাটা ছিল 7 হাজার 579 ৷ এ পর্যন্ত দেশে মোট 3 কোটি 45 লক্ষ 35 হাজার 763 জন করোনা সংক্রামিত হয়েছেন ৷
বেড়েছে মৃতের সংখ্যাও ৷ সকালে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে গত 24 ঘণ্টায় করোনা সংক্রামিত হয়ে মারা গিয়েছেন 437 জন (Corona Death in India) ৷ এর আগের দিন 236 জন মারা গিয়েছিলেন ৷ এখনও অবধি দেশে মোট 4 লক্ষ 66 হাজার 584 জন করোনা সংক্রামিত হয়ে মারা গেলেন ৷
আরও পড়ুন : Corona Update in Bengal : রাজ্যে বাড়ল করোনা সংক্রমণ, গত চব্বিশ ঘণ্টায় মৃত 10