পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Corona Update in India : দেশে হাজারের নিচে করোনা সংক্রমণ, মৃত 6 - Corona Update in India

ধীরে ধীরে সুস্থতার পথে দেশ ৷ তবে বিশেষজ্ঞরা সবসময় বলছেন সতর্ক ও সচেতন থাকার কথা ৷ ফের নতুন ভ্যারিয়েন্টের সন্ধান পাওয়া গিয়েছে ৷ সুতরাং, সাবধানতা অবলম্বন অবশ্যই জরুরি (Corona Update in India) ৷

covid in india
করোনা

By

Published : Apr 11, 2022, 12:19 PM IST

নয়াদিল্লি, 11 এপ্রিল : নিম্নমুখী সংক্রমণ ৷ সোমবার স্বাস্থ্যমন্ত্রক প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গত 24 ঘণ্টায় 861 জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৷ আগের দিন যে সংখ্যাটা ছিল 1 হাজার 54 জন (India reports 861 fresh COVID19 cases in the last 24 hours) ৷ এদিন স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, দেশে সক্রিয় রোগীর সংখ্যা (Active cases) 11 হাজার 58 জন ৷ যা মোট সংক্রমণের 0.03 শতাংশ ৷ আগের দিন যা ছিল 11 হাজার 132 ৷

অনেকটা কমেছে করোনা আক্রান্ত হয়ে দৈনিক মৃতের সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় মারা গিয়েছেন 6 জন করোনা রোগী ৷ আগের দিন যা ছিল 29 ৷ এখনও পর্যন্ত দেশে মোট 5 লক্ষ 21 হাজার 691 জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে ৷

গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 929 জন ৷ আগের দিন 1 হাজার 258 জন করোনা রোগী সুস্থ হয়েছিলেন ৷ এ পর্যন্ত দেশে 4 কোটি 25 লক্ষ 3 হাজার 383 জন সুস্থ হয়েছেন ৷ সুস্থতার হার 98.76 শতাংশ ৷ দেশে এখনও পর্যন্ত 185 কোটি 74 লক্ষেরও বেশি সংখ্যক কোভিড-19 ভ্যাকিসনের ডোজ় (Covid 19 Vaccination) দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন :Corona Update in Bengal : গত চব্বিশ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত 17, নেই কোনও মৃত্যু

ABOUT THE AUTHOR

...view details