নয়াদিল্লি, 10 ডিসেম্বর : গতকালের তুলনায় কমল আক্রান্তের সংখ্যা (Corona Updates in India) ৷ 9 হাজার 419 থেকে গত 24 ঘণ্টায় কমে 8 হাজার 503-এ পৌঁছল দৈনিক সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় গোটা দেশে সংক্রমণ কিছুটা কমলেও অনেকটা বেড়েছে দৈনিক মৃতের সংখ্যা ৷
গত 24 ঘণ্টায় 624 জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে ৷ আগের দিন যা ছিল 159 জন ৷ এখনও পর্যন্ত গোটা দেশে 4 লাখ 74 হাজার 735 জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে ৷
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন থেকে জানা যাচ্ছে, সামান্য কমেছে সুস্থতার সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 7 হাজার 678 জন, আগের দিন যা ছিল 8 হাজার 251 জন ৷ এখনও পর্যন্ত সারা দেশে সুস্থের সংখ্যা 3 কোটি 41 লাখ 5 হাজার 66 জন ৷