নয়াদিল্লি, 11 জুন : ধীরে ধীরে আবারও বাড়ছে করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ (Corona in India)৷ গত 24 ঘন্টায় দেশে আক্রান্তের সংখ্যা 8000 ছাড়িয়ে গেল ৷ গতকাল আক্রান্ত হয়েছিলেন 7,584 জন ৷ এই সংখ্যাটা আরও বেড়ে গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন 8,329 জন (Coronavirus latest report)৷
শনিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্টে জানানো হয়েছে, গত 24 ঘণ্টায় দৈনিক সংক্রমণ বেড়েছে তবে কমেছে করোনায় মৃতের সংখ্যা ৷ মৃত্যু হয়েছে 10 জনের ৷ এর ফলে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 5,24,757 ৷ বর্তমানে দেশে অ্যাক্টিভ রোগীর সংখ্যা 40,370 ৷ গতকাল এই সংখ্যাটা ছিল 36,267 ৷ গত 24 ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন 4,216 জন ৷ এর ফলে সুস্থতার হার প্রায় 98.69 শতাংশ ৷ এখনও পর্যন্ত দেশে করোনাকে জয় করেছেন মোট 4,26,48,308 জন ৷