পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Corona Update in India : 10 হাজারের নিচে নামল দৈনিক করোনা সংক্রমণ - Corona Update in India

গত 24 ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে দেশে প্রাণ হারিয়েছেন (Died of Corona) 119 জন ৷

India Corona News
10 হাজারের নিচে নামল দৈনিক করোনা সংক্রমণ

By

Published : Feb 28, 2022, 9:42 AM IST

নয়াদিল্লি, 28 ফেব্রুয়ারি : দেশে করোনা সংক্রমণের গ্রাফ আরও নিম্নমুখী ৷ দৈনিক সংক্রমণের সংখ্যা নামল 10 হাজারের নিচে ৷ সোমবার স্বাস্থ্য মন্ত্রক প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, গত 24 ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন 8 হাজার 13 জন ৷ রবিবার এই সংখ্যা ছিল 10 হাজার 273 জন ৷ সংক্রমণের হার হয়েছে 1.11 শতাংশ (Daily positivity rate) ৷

গত 24 ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন 119 জন ৷ মোট মৃতের সংখ্যা 5 লক্ষ 13 হাজার 843 জন ৷ দেশ বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা 1 লক্ষ 2 হাজার 601, যা মোট সংক্রমণের 0.24 শতাংশ ৷

আরও পড়ুন : Corona Update in Bengal : সংক্রমণ কমলেও একই রইল মৃতের সংখ্যা

গত 24 ঘণ্টায় কোভিড থেকে সুস্থ হয়েছেন 16 হাজার 765 জন ৷ এ পর্যন্ত দেশে মোট 4 কোটি 23 লক্ষ 7 হাজার 686 জন করোনা থেকে সুস্থ হয়েছেন ৷ এখনও পর্যন্ত করোনা টিকার 177 কোটি 50 লক্ষ 86 হাজার 335 ডোজ দেওয়া হয়েছে দেশে ৷

ABOUT THE AUTHOR

...view details