নয়াদিল্লি, 11 ডিসেম্বর :আজ সকালে স্বাস্থ্যমন্ত্রকের (Ministry of Health and Family Welfare) প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত 24 ঘণ্টায় দেশে 7 হাজার 992 জন নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন (India reports 7,992 new covid cases in last 24 hours) ৷ এর আগের দিন এই সংখ্যাটা ছিল 8 হাজার 503 ৷ ফলে সামান্য কমল দৈনিক সংক্রমণ (Corona Updates in India) ৷ এ নিয়ে দেশে মোট 3 কোটি 46 লক্ষ 682 হাজার 736 জন করোনা আক্রান্ত হলেন ৷
স্বাস্থ্য়মন্ত্রকের রিপোর্টে জানানো হয়েছে, গত 24 ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন 393 জন ৷ এ নিয়ে দেশে করোনা সংক্রামিত রোগীর মৃত্যুর সংখ্যা 4 লাখ 75 হাজার ছাড়িয়ে গেল ৷ আর মৃত্যুর সংখ্যায় এখন বিশ্বে দ্বিতীয় স্থানে রইল ভারত ৷
আরও পড়ুন : Corona Update in Bengal : রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ ও মৃত্যু ফের বাড়ল