নয়াদিল্লি, 16 মার্চ: দেশে খানিকটা হলেও বাড়ছে করোনা সংক্রমণ । তেমনটাই বলছে স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট ৷ বৃহস্পতিবার সকাল 8টায় প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গত 24 ঘণ্টায় কোভিডে আক্রান্ত হয়েছেন 754 জন ৷ 4 মাস বাদে 700 ছাড়াল দৈনিক করোনা সংক্রমণ ৷ সক্রিয় রোগীর সংখ্যা (active caseload) 4 হাজার 623 জন ৷ এর আগে 2022 সালের 12 নভেম্বর 734 জন করোনায় আক্রান্ত হয়েছিলেন বলে জানা গিয়েছে ৷ তারপর থেকে করোনা সংক্রমণ কমতে শুরু করেছিল (India logs 754 new Covid cases in a day) ৷
এদিন সকালে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 5 লক্ষ 30 হাজার 790 ৷ গত 24 ঘণ্টায় কেরলে এক করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে ৷ এখনও পর্যন্ত দেশে মোট করোনা সংক্রমণের সংখ্যা 4 কোটি 46 লক্ষ 92 হাজার 710 ৷ স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুযায়ী সক্রিয় রোগীর সংখ্যা মোট সংক্রমণের 0.01 শতাংশ ৷ দেশে কোভিড-19 সুস্থতার হার (COVID-19 recovery rate) 98.80 শতাংশ ৷ এখনও পর্যন্ত 220 কোটি 64 লক্ষ কোভিড-19 ভ্যাকসিনের ডোজ (COVID-19 vaccination drive) দেওয়া হয়েছে ৷